বিশ্বম্ভরপুরে নারী নির্যাতন প্রতিরোধ পক্ষসহ ভার্ডের ১৬দিন ব্যাপী কর্মসূচি অনুষ্ঠিত

বিশ্বম্ভরপুরে নারী নির্যাতন প্রতিরোধ পক্ষসহ ভার্ডের ১৬দিন ব্যাপী কর্মসূচি অনুষ্ঠিত

‘জানলে আইন, নিরাপদ অনলাইন’’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে একশন এইড বাংলাদেশের সহযোগীতায় ভার্ডের এল আরপি প্রকল্পে-৪৩ এর আয়োজনে নারী  নির্যাতন প্রতিরোধ প্রচার অভিযানসহ ১৬দিন ব্যাপী বিভিন্ন কর্মসূচি উদযাপন করা হয়।  

কর্মসূচিতে ছিল উপজেলা পর্যায়ে বেগম রোকেয়া দিবস উদযাপন, ইউনিয়ন পর্যায়ে রিফ্লেকশন একশন সার্কেলে আলোচনা সভা, স্কুল পর্যায়ে আলোচনা, কিশোরীদের প্রীতি ফুলবল ম্যাচ, নারীর ভূমিকায় পুরুষের রান্না, সাইনিং ক্যাম্পেইন ও নাটক উপস্থাপন।

এছাড়াও বেগম রোকেয় দিবস উপলক্ষ্যে বর্ণাঢ্য র‌্যালীতে অংশগ্রহণ করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মো: সফর উদ্দিন, উপজেলা নির্বাহী অফিসার, মো: সাদি উর রহিম জাদিদ, সহকারী কমিশনার (ভূমি), শিল্পী রাণী মোদকসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, কিশোর-কিশোরী ছাত্র-ছাত্রী ও গর্ণমান্য ব্যাক্তিবর্গ। ১৬দিন ব্যাপী সচেতনামূলক উক্ত কর্মসূচি উদযাপনে এলাকায় ব্যাপক প্রচার হয়েছে।-বিজ্ঞপ্তি