চুনারুঘাটে ৯৭টি পরিবার পাবে প্রধানমন্ত্রীর উপহারের ঘর

চুনারুঘাটে ৯৭টি পরিবার পাবে প্রধানমন্ত্রীর উপহারের ঘর

চুনারঘাট (হবিগঞ্জ) থেকে নিজস্ব সংবাদদাতা : হবিগঞ্জের চুনারুঘাটে চতুর্থ পর্যায়ে আরো ৯৭টি পরিবার পাচ্ছেন প্রধানমন্ত্রীর উপহারের ঘর। সোমবার সকাল ১১টায় চুনারুঘাট উপজেলা প্রশাসন আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য নিশ্চিত করেছেন চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা সিদ্ধার্থ ভৌমিক। 

ব্রিফিংয়ে তিনি বলেন, চুনারুঘাট উপজেলায় এ পর্যন্ত ১৩৮৭টি পরিবারকে পুনর্বাসন করা হয়েছে। আপাতত ‘ক’ শ্রেণির ভূমিহীন না থাকায় চুনারুঘাট উপজেলাকে ভূমিহীনমুক্ত ঘোষণা করা হলো। পরবর্তীতে নদীভাঙন বা অন্যান্য কারণে কেউ যদি ভূমিহীন হন, তাদেরকেও পুনর্বাসনের ব্যবস্থা করা হবে। এখন থেকে উপজেলায় ‘খ’ শ্রেণিভুক্ত যাদের জমি আছে, ঘর নেই- তাদেরকে প্রধানমন্ত্রীর উপহারের ঘর তৈরি করে দেয়া হবে। 

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল কাদির লস্কর, মহিলা ভাইস চেয়ারম্যান আবিদা খাতুন, ভাইস চেয়ারম্যান লুৎফুর রহমান মহালদার, চুনারুঘাটের সহকারী কমিশনার (ভূমি) আফিয়া আমীন পাপ্পা, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্লাবন পাল প্রমুখ।