কাল ভূমি-গৃহহীনমুক্ত  হচ্ছে নবীগঞ্জ

কাল ভূমি-গৃহহীনমুক্ত  হচ্ছে নবীগঞ্জ

নবীগঞ্জ (হবিগঞ্জ) থেকে নিজস্ব সংবাদদাতা : গৃহহীনমুক্ত হতে যাচ্ছে হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলা। মুজিববর্ষ উপলক্ষে আশ্রয়ন-২ প্রকল্পের মাধ্যমে ভূমিহীন ও গৃহহীন পরিবারকে ৩য় পর্যায়ের অবশিষ্ট ও ৪র্থ পর্যায়ে জমি ও গৃহ প্রদানের উদ্বোধন উপলক্ষে সংবাদ সম্মেলন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমরান শাহরীয়ার। সোমবার বিকেলে নবীগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমরান শাহরীয়ার সাংবাদিকদের জানান, আগামীকাল বুধবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ৪র্থ পর্যায়ের ২৭০টি ঘর উদ্বোধন করবেন।

এর মধ্য দিয়ে নবীগঞ্জে হবে ভূমিহীন-গৃহহীনমুক্ত উপজেলা। উপজেলার গৃহহীনরা রয়েছেন সেই আনন্দঘন দিনের অপেক্ষায়। উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, ‘আশ্রয়নের অধিকার শেখ হাসিনার উপহার’ এ শ্লোগানে প্রধানমন্ত্রীর কার্যালয়ের আশ্রয়ন-২ প্রকল্পের আওতায় উপজেলা টাস্কফোর্স কমিটির তালিকা অনুযায়ী হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার ‘ক’ শ্রেণিভুক্ত ভূমিহীন ও গৃহহীন ৮১৫টি পরিবারকে পুনর্বাসনের উদ্যোগ নিয়েছে নবীগঞ্জ উপজেলা প্রশাসন। এরই মধ্যে ১ম পর্যায়ে ১১০টি, ২য় পর্যায়ে ৬০টি ও ৩য় পর্যায়ে ৩৫৫টি গৃহহীন পরিবারকে দুই শতাংশ জমিসহ ঘর হস্তান্তর করা হয়েছে।

৪র্থ পর্যায়ে আরও ২৭০টি ঘর আগামীকাল বুধবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে উদ্বোধন করবেন। সেদিনই ‘ক’ শ্রেণির ২৭০টি পরিবারের মুখে হাসি ফুটবে। পাশাপাশি ভূমিহীন ও গৃহহীন মুক্ত হবে নবীগঞ্জ উপজেলা। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন নবীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব ফজলুল হক চৌধুরী সেলিম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহীন দেলোয়ার, মহিলা ভাইস চেয়ারম্যান নাজমা বেগম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. তাজ উদ্দিন, প্রেসক্লাবের সাবেক সভাপতি রাকিল হোসেন, উত্তম কুমার পাল হিমেল, সাবেক সাধারণ সম্পাদক মো. সেলিম মিয়া তালুকদার, চেয়ারম্যান হাবিবুর রহমান হাবিব, নির্মলেন্দু দাশ রানা, রঙ্গ লাল দাশ, মানবকন্ঠের নবীগঞ্জ প্রতিনিধি মোহাম্মদ মুহিবুর রহমান, পজিপ কর্মকর্তা শাকিল আহমদ, বিজনেস বাংলাদেশ প্রতিনিধি ফুয়াদ হাসন রাজন, অঞ্জন রায় প্রমুখ।