চলে গেলেন দেওয়ান নূরুল আনোয়ার হোসেন চৌধুরী

চলে গেলেন দেওয়ান নূরুল আনোয়ার হোসেন চৌধুরী

রয়েল ভিউ ডেস্ক :
সরকারের সাবেক যুগ্ম সচিব, ইসলামিক ফাউন্ডেশন এর সাবেক মহাপরিচালক দেওয়ান নুরুল আনোয়ার চৌধুরী আর নেই। বুধবার সকালে তিনি ইন্তেকাল করেন(ইন্না---রাজিউন)। 
দেওয়ান নুরুল আনোয়ার ছিলেন একজন লেখক, গবেষক,  একজন নিভৃতচারি দরবেশ। হযরত শাহজালাল র. গবেষণায় তিনি ছিলেন আজীবন নিবেদিত। ব্যক্তি জীবনে ছিলেন বাংলাদেশের প্রথম চিফ জাস্টিস বিচারপতি সৈয়দ এ বি মাহমুদ হোসেন এর জামাতা। 
 হযতর শাহজালালের (র.) সিলেট আগমন, ইবনে বতুতার সফর থেকে শুরু করে সিলেটের সাথে আরবজাহানের যোগসূত্রের সন্ধান, প্রাচীন এবং ঐতিহাসিক কীর্তি, শিলালিপি ও নিদর্শনের বিবরণ, সিলেটি নাগরি ভাষা, মুসলমান সমাজের লৌকিক আচার-অনুষ্ঠান, লেখক-সাহিত্যিকদের পরিচিতি নির্মোহভাবে তুলে ধরেছেন তার লেখনীতে। 

তিনি ১৯৬৯ সালে ইস্ট পাকিস্তান সিভিল সার্ভিসে যোগদানক রেন৷কর্মজীবনে জেলাম্যাজিস্ট্রেট, শ্রম ও কর্মসংস্থান, সংস্থাপন ও ধর্মবিষয়ক মন্ত্রনালয়ের উপসচিব, দুর্নীতি দমন ব্যুরোর ডাইরেক্টর এবংইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক ছিলেন৷ ১৯৯৭ সালে যুগ্ম সচিব হিসেবে অবসর গ্রহণ করেন৷
 মৃত্যুকালে  ৩পুত্র, নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।তার স্ত্রী সৈয়দা তাহেরা খাতুন চৌধুরী ছিলেন সাবেক প্রধান বিচারপতি সৈয়দ এ বি মাহমুদ হুসেনের কন্য৷সৈয়দা তাহেরা গত বছর ইন্তেকাল করেছেন।