জি-২০ সম্মেলনে যোগ দেবেন শি জিনপিং ও পুতিন

জি-২০ সম্মেলনে যোগ দেবেন শি জিনপিং ও পুতিন

রয়েল ভিউ ডেস্ক:
আগামী নভেম্বরে বালিতে অনুষ্ঠেয় জি-২০ শীর্ষ সম্মেলনে যোগ দেবেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ও রাশিয়ার ভ্লাদিমির পুতিন। এ তথ্য জানিয়েছেন ইন্দোনেশিয়ার রাষ্ট্রপতি জোকো উইদোদো। খবর বিবিসি।

এক সাক্ষাৎকারে উইদোদো বলেন, শি জিনপিং আসছেন। প্রেসিডেন্ট পুতিনও বলেছেন তিনি আসবেন।

জি ২০ সম্মেলনে দুই নেতার আসার খবর আগে শোনা গেলেও এই প্রথম সংশ্লিষ্ট কোনো সূত্র নিশ্চিত করল। ইউক্রেনে রাশিয়ার হামলা ও তাইওয়ান ঘিরে উত্তেজনা বৃদ্ধির পর এটিই হবে প্রথম কোনো বৈশ্বিক শীর্ষ সম্মেলন।

কোভিড মহামারীর শুরুতে দেশের সীমানা বন্ধ করে দেওয়ার পর ২০২০ সালের জানুয়ারির পর এই প্রথম চীনের বাইরে যাচ্ছেন শি। এর আগে গত ১ জুলাই হংকংয়ের চীনে প্রত্যাবর্তনের ২৫তম বার্ষিকী উপলক্ষে প্রথমবার মূল ভূখণ্ডের বাইরে গিয়েছিলেন তিনি।

নভেম্বরের শীর্ষ সম্মেলনটি বিশ্ব রাজনীতিতে অনেক প্রতীক্ষিত। আশা করা হচ্ছে, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনও এতে যোগ দেবেন। তবে পুতিনের সঙ্গে তিনি সাক্ষাৎ করবেন কিনা তা স্পষ্ট নয়।

সম্প্রতি হোয়াইট হাউস নিশ্চিত করেছে তারা বাইডেন ও শি’র মুখোমুখি বৈঠক নিয়ে কাজ করছেন। শীর্ষ সম্মেলনের আগে বা ওই সময় দুই প্রেসিডেন্টের দেখা হওয়ার ইঙ্গিত পাওয়া গেছে।

মানবাধিকার, বাণিজ্য ও মার্কিন প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসির তাইওয়ান সফর নিয়ে বর্তমানে ওয়াশিংটন ও বেইজিংয়ের মধ্যে টানাপোড়েন চলছে। ন্যান্সির সফরের প্রতিক্রিয়ায় চীন স্বশাসিত দ্বীপের চারপাশে প্রায় এক সপ্তাহের সামরিক মহড়া পরিচালনা করলে উত্তেজনা আরো বাড়ে। এ সময়ে দুই প্রেসিডেন্ট বৈঠক খুবই গুরুত্বপূর্ণ।

অন্যদিকে ইউক্রেনে আক্রমণকে ঘিরে রাশিয়ার ওপর একাধিক নিষেধাজ্ঞা ও পদক্ষেপ নিয়েছে যুক্তরাষ্ট্র। কিয়েভকে সামরিক ও কূটনীতিক সাহায্যও দিয়ে চলেছে ওয়াশিংটন।

এ সবের মাঝেই চীন ও রাশিয়া কৌশলগত অংশীদারত্ব ঘোষণা করেছে।

সব মিলিয়ে টানটান উত্তেজনাকর পরিস্থিতিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে জি-২০ সম্মেলন।

এ বিষয়ে ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জোকো উইদোদো বলছেন, বড় দেশগুলোর প্রতিদ্বন্দ্বিতা সত্যিই উদ্বেগজনক। আমরা অর্থনৈতিক প্রবৃদ্ধি গড়ে তুলতে এই অঞ্চলে স্থিতিশীলতা চাই।