পদ্মা সেতুতে শুরু হয়েছে রেলপথ বসানোর কাজ

পদ্মা সেতুতে শুরু হয়েছে রেলপথ বসানোর কাজ

রয়েল ভিউ ডেস্ক:
পদ্মা সেতুতে শুরু হয়েছে রেলপথ বসানোর কাজ। আজ শনিবার বেলা সোয়া ১২টার দিকে মূল সেতুর উপরে এ কাজ উদ্বোধন করেন রেলপথ মন্ত্রী নূরুল ইসলাম সুজন।

মূল সেতুর ৬ দশমিক ১৫ কিলোমিটার অংশ ও দুইপাশে ভায়াডাক্টের ওপর আরো ৫৩২ মিটার রেলপথ স্থাপনের কাজ সম্পন্ন করতে ছয় মাসের মতো সময় লাগবে বলে কথা জানিয়েছেন মন্ত্রী।

উদ্বোধনী অনুষ্ঠানে সুজন বলেন, আগামী বছরের জুনের মধ্যে রেলপথটির ঢাকা-ভাঙ্গা অংশে ট্রেন চালানোর লক্ষ্যে আমরা কাজ করছি।
গত ২৫ জুন পদ্মা সেতু উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর পরদিন সবার ব্যবহারের জন্য এ স্থাপনা খুলে দেয়া হয়।

দ্বিতল পদ্মা সেতুর নিচের অংশে স্থাপন করা হচ্ছে রেলপথ। এর মাধ্যমে সড়কের মতো রেলপথে দেশের দক্ষিণাঞ্চলের ২১টি জেলার সঙ্গে রাজধানী ঢাকার সরাসরি যোগাযোগ স্থাপিত হবে।

যোগাযোগ অবকাঠামো খাতে এ মুহূর্তে দেশের সবচেয়ে বড় প্রকল্প পদ্মা সেতু রেল সংযোগ। এ প্রকল্পের নির্ধারিত ব্যয় ৩৯ হাজার ২৪৬ কোটি টাকা।