জাউয়ায় সংঘর্ষের ঘটনায় পুলিশ  এসল্ট মামলা গ্রেফতার ১: পুলিশ আতংকে অনেকে ঘর ছাড়া

জাউয়ায় সংঘর্ষের ঘটনায় পুলিশ  এসল্ট মামলা গ্রেফতার ১: পুলিশ আতংকে অনেকে ঘর ছাড়া

ছাতক সংবাদদাতা:

ছাতকের জাউয়াবাজারে ৪ অক্টোবর সন্ধ্যায় দু,পক্ষের সংঘর্ষের ঘটনায় পুলিশ এসল্ট মামলায় শাহজাহান নামের একজনকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার রাতে পুলিশী অভিযানে তাকে গ্রেফতার করা  হয়।সে জাউয়া কোনা পাড়ার আসক উদ্দিনের ছেলে।
 
উল্লেখ্য, জাউয়া বাজারে দুটি পাড়ার লোকজনের মধ্যে দু ঘণ্টা ব্যাপী সংঘর্ষে ছাতক থানার অফিসার ইন চার্জ মাহবুর রহমানসহ সাত পুলিশ ও শতাধিক লোক আহত হয়। পুলিশ শর্ট গানের গুলি ও টিয়ারগ্যাস নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সংষর্ষ চলাকালীন  বেশকটি দোকানপাট ভাংচুর হয়।

এ ঘটনায় ১৮ জনের নামোল্লেখ করে অজ্ঞাত প্রায় দেড় হাজার লোককে আসামী করে থানায় একটি পুলিশ এসল্ট মামলা দায়ের করা হয়েছে । মামলার আই,ও, ছাতক থানার  সেকেন্ড অফিসার আতিকুল আলম খন্দকার জানান,অপরাধীদের গ্রেফতার  অভিযান অব্যাহত থাকবে।
ছাতক থানার অফিসার অফিসার ইন চার্জ মাহবুবুর রহমান জানান,নিরপরাধীদের ভয়ের কোন কারণ নেই।