জকিগঞ্জে ব্যালট বাক্স ছিনতাই, সিলমারা  পেপার পুকুরে নিক্ষেপ

জকিগঞ্জে ব্যালট বাক্স ছিনতাই, সিলমারা  পেপার পুকুরে নিক্ষেপ

জকিগঞ্জ(সিলেট)থেকে নিজস্ব সংবাদদাতা: সিলেটের জকিগঞ্জের সুলতানপুর ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের গনিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ব্যালট বাক্স ছিনতাই করে বাক্স ভেঙে ব্যালট পেপার পুকুরে ফেলে দেওয়ার ঘটনা ঘটেছে। বুধবার বিকেল সোয়া ৩টার দিকে এ ঘটনা ঘটে। পরে এ কেন্দ্রে ভোটগ্রহণ স্থগিত করা হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, হঠাৎ করে উচ্ছৃঙ্খল কয়েকজন ভোটার গনিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে ঢুকে দুটি বুথের ব্যালট বাক্স ছিনিয়ে নিয়ে যায়। পরে বাক্সগুলো ভেঙ্গে সব ব্যালট পেপার পার্শ্ববর্তী একটি বাড়ির পুকুরে ফেলে দেয়। এ সময় কেন্দ্রে চরম বিশৃঙ্খলা ও উত্তেজনা দেখা দেয়। পরে ঘটনাস্থলে আইন শৃঙ্খলা বাহিনীর অতিরিক্ত সদস্য মোতায়ন করা হয়।
বিকেল ৫টায় ঐ কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা জয়েদ আহমদ জানিয়েছেন, ব্যালেট ছিনতাইয়ের ঘটনার পর এ ভোট কেন্দ্রের ফলাফল স্থগিত করেছেন জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা। ছিনতাই হওয়ার আগ পর্যন্ত এ ভোট কেন্দ্রে প্রায় সাড়ে ১২শ’ ভোট পড়েছিল। তবে দুটি বাক্স ছিনতাই হলেও ৪টি বাক্স অক্ষত রয়েছে।