জগন্নাথপুরে বিধবা নারীকে বিয়ের প্রলোভনে  ধর্ষণের অভিযোগ ॥ আটক এক

জগন্নাথপুরে বিধবা নারীকে বিয়ের প্রলোভনে  ধর্ষণের অভিযোগ ॥ আটক এক

জগন্নাথপুর (সুনামগঞ্জ)থেকে নিজস্ব সংবাদদাতা : সুনামগঞ্জের জগন্নাথপুরে বিধবা এক নারীকে বিয়ের প্রলোভনে ধর্ষণের অভিযোগে মোস্তাফিজুর রহমান রাজন নামের ইজিবাইক (টমটম) চালককে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল সোমবার তাকে সুনামগঞ্জ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

অভিযুক্ত মোস্তাফিজুর রহমান রাজন উপজেলার মিরপুর ইউনিয়নের আধুয়া গ্রামের আরজদ আলীর ছেলে। 

পুলিশ ও মামলার বিবরণ সূত্র জানায়, গত তিন বছর আগে স্বামী মারা গেলে একমাত্র কন্যা শিশুকে নিয়ে মানুষের বাড়ি বাড়ি কাজ করে বসবাস করছিলেন বিধবা নারী। স্থানীয় মিরপুর বাজারে যাওয়া-আসার সুবাদে পরিচয় হয় টমটম চালক মোস্তাফিজুর রহমান রাজনের সঙ্গে। এক পর্যায়ে গত ৫ মাস ধরে বিয়ের প্রলোভন দেখিয়ে ওই বিধবাকে ধর্ষণ করে রাজন। বিষয়টি স্থানীয়ভাবে জানাজানি হলে রাজন টমটম চাপায় ওই নারীকে হত্যার চেষ্টা করে বলে অভিযাগ করেন ওই নারী। 

এ ঘটনায় গতকাল ওই বিধবা বাদী হয়ে রাজনকে প্রধানসহ অপর একজনকে আসামি করে জগন্নাথপুর থানায় ধর্ষণ মামলা দায়ের করেন। পরে পুলিশ অভিযুক্ত রাজনকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে  কারাগারে পাঠায়। 

জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান জানান, আসামীকে কারাগারে এবং ভিকটিম মহিলাকে ডাক্তারি পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।