৪ ঈদের পর এবার ঈদজামাত ঐতিহাসিক শাহী ঈদগাহ ময়দানে

৪ ঈদের পর এবার ঈদজামাত ঐতিহাসিক শাহী ঈদগাহ ময়দানে

রয়েল ভিউ ডেস্ক :

করোনাভাইরাস মহামারিতে দুই বছর বন্ধ থাকার পর এ বছর ঈদুল ফিতরের প্রধান জামাত হবে সিলেটের ঐতিহাসিক শাহী ঈদগাহ ময়দানে। সকাল সাড়ে ৮টায় প্রধান জামাত অনুষ্ঠিত হবে। ফলে স্বাভাবিক সময়ের মতো জামাত আদায়ের আনন্দে মুসল্লীদের মধ্যে অন্যরকম অনুভূতি বিরাজ করছে। ঈদুল ফিতরের দিন জামাতের সময় নির্ধারণ করার লক্ষ্যে সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরীর বাসভবনে ঈদগাহ কমিটির নেতাদের বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে শাহী ঈদগাহের মোতাওয়াল্লি জহির বক্ত স্বাভাবিক নিয়মে জামাত আয়োজনের সিদ্ধান্তের কথা জানান। প্রতি বছর এই ঐতিহাসিক শাহী ঈদগাহে অনুষ্ঠিত হয় সিলেট বিভাগের সর্ববৃহৎ ঈদ জামাত। এখানে জামাতে হাজির হন মন্ত্রী, সংসদ সদস্য, মেয়র, জ্যেষ্ঠ রাজনীতিবিদ, পদস্থ কর্মকর্তাসহ লাখো মানুষ।

কিন্তু গত ২ বছর করোনা পরিস্থিতির কারণে ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হয়নি ঈদের জামাত। দুই বছরে দু’টি ঈদুল ফিতর আর দু’টি কোরবানির ঈদে ময়দানে জামাত হয়নি। বিগত দু’টি বছরে স্বাস্থ্যবিধি মেনে চারটি ঈদের প্রধান জামাত-ই অনুষ্ঠিত হয়েছিল হযরত শাহজালাল (র.) দরগাহ মসজিদে। ফলে চার ঈদেই সুনসান নীরবতা ছিল সিলেটের ঐতিহ্যবাহী শাহী ঈদগাহ ময়দানে। ঈদের দিনগুলোতে মুসল্লীবিহীন শাহী ঈদগাহে ছিল নীরব-নিস্তব্ধতা। সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী জানান, সিলেটের শাহী ঈদগাহ ময়দান প্রস্তুত করার পরিকল্পনা হাতে নেয়া হয়েছে। দু-একদিনের মধ্যেই শ্রমিকরা পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ শুরু করবেন। ঈদের আগে প্রতিবারের ন্যায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা মাঠ পরিদর্শন করে সার্বিক প্রস্তুতির বিষয়টি গণমাধ্যমে তুলে ধরবেন বলেও জানান তিনি।