জৈন্তাপুরে সাংবাদিকদের সাথে ওসি  তাজুল ইসলামের মতবিনিময়

জৈন্তাপুরে সাংবাদিকদের সাথে ওসি  তাজুল ইসলামের মতবিনিময়

জৈন্তাপুর (সিলেট) থেকে নিজস্ব সংবাদদাতা : জৈন্তাপুর মডেল থানার নবাগত অফিসার ইনচার্জ মো. তাজুল ইসলাম (পিপিএম) জৈন্তাপুর প্রেসক্লাব ও কর্মরত সাংবাদিক নেতৃবৃন্দের সাথে এক মতবিনিময় সভায় মিলিত হন। গত শুক্রবার রাতে জৈন্তাপুর মডেল থানার কনফারেন্স রুমে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। 

মতবিনিময় সভায় তিনি উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন। তিনি জানান, সীমান্তে অবৈধ চোরাচালান বন্ধ ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনীর অব্যাহত অভিযানে চোরাচালান অনেকটা কমেছে। এজন্য সাংবাদিক নেতৃবৃন্দসহ উপজেলার জনপ্রতিনিধি এবং নাগরিক সমাজের সহযোগিতা চান তিনি। একটি শান্তিপূর্ণ জৈন্তাপুর বিনির্মাণে তিনি সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান। আর সমাজ ও রাষ্ট্রীয় স্বার্থে অপরাধ সংক্রান্ত বিষয়ে পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতা করতে সকলের প্রতি অনুরোধ জানান। 

সাংবাদিক নেতৃবৃন্দ যানজট নিরসন ও সড়ক দুর্ঘটনা রোধকল্পে সিলেট-তামাবিল-জাফলং মহাসড়কের বিভিন্ন বাজার ও গুরুত্বপূর্ণ এলাকায় অবৈধ টমটম চলাচল বন্ধ করা, ভারতীয় চোরাচালান রোধসহ মাদক নিয়ন্ত্রণে পুলিশের মনিটরিং কার্যক্রম আরও বাড়ানোর আহ্বান জানান। 
সাব-ইন্সপেক্টর শাহীদ মিয়ার পরিচালনায় সভায় বক্তব্য রাখেন জৈন্তাপুর মডেল থানার অফিসার (তদন্ত) মো. আব্দুর রব, জৈন্তাপুর প্রেসক্লাব সভাপতি নূরুল ইসলাম, সাবেক সভাপতি ফয়েজ আহমদ, সহ-সভাপতি সেলিম আহমদ, সাধারণ সম্পাদক আবুল হোসেন মো. হানিফ, অর্থ সম্পাদক শাহজাহান কবির খান, অনলাইন প্রেসক্লাব সভাপতি এম এম রুহেল, সাধারণ সম্পাদক নাজমুল ইসলাম, জৈন্তাপুর প্রেসক্লাব সদস্য দুলাল হোসেন রাজু, মো. শোয়েব উদ্দিন, সালমান শাহ, অনলাইন প্রেসক্লাব সদস্য জাহেদুল ইসলাম, বিলালুর রহমান ও ইউসুফুর রহমান।