রোটারী ক্লাবগুলো মানববতার কল্যাণে কাজ করে যাচ্ছে ---ইঞ্জিনিয়ার মতিউর রহমান

রোটারী ক্লাবগুলো মানববতার কল্যাণে কাজ করে যাচ্ছে ---ইঞ্জিনিয়ার মতিউর রহমান

রোটারী ক্লাব অব সিলেট মিডটাউনের ১৬৯৫তম সাপ্তাহিক সভা ও গভর্নরস অফিসিয়াল ক্লাব ভিজিট সম্পন্ন হয়েছে। শুক্রবার সন্ধ্যায় নগরীর জিন্দাবাজারস্থ একটি অভিজাত রেস্টুরেন্টে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। রোটারী ক্লাব অব সিলেট মিডটাউনের সভাপতি রোটারিয়ান ডা. তানবিরুল আরেফিনের সভাপতিত্বে ও সঞ্চালনায় গভর্নরস অফিসিয়াল ক্লাব ভিজিট অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন রোটারী ইন্টারন্যাশনাল-৩২৮২ এর জেলা গভর্নর ইঞ্জিনিয়ার মতিউর রহমান পিএইচএফ বি এমডি। 

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ডিস্ট্রিক ফার্স্ট লেডি রোটারিয়ান পি পি সামিনা ইসলাম, এরিয়া ডিরেক্টর রোটারিয়ান একে এম সামসুল হক দিপু, ক্লাবের এসাইন ডেপুটি গভর্নর রোটারিয়ান পি পি আব্দুর নূর রুহেল, ডেপুটি গভর্নর রোটারিয়ান পি পি আতিকুর রেজা চৌধুরী পিএইচএফ এমসি, এসিস্ট্যান্ট গভর্নর রোটারিয়ান পি পি জাকির আলী আরএফএসএম, এসিস্ট্যান্ট গভর্নর রোটারিয়ান পি পি জুম্মন তারেক। সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন রোটারিয়ান পি পি আব্দুল হাফিজ পিএইচএফ। রোটারী ইনভোকেশন পাঠ করেন রোটারিয়ান পি পি এডভোকেট জামাল উদ্দিন। স্বাগত বক্তব্য রাখেন রোটারিয়ান পি পি প্রফেসর সাখাওয়াত হোসেন পিএইচএফ। ধন্যবাদ বক্তব্য রাখেন রোটারিয়ান পিপি বিধুভূষণ চক্রবর্তী।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, রোটারিয়ান পি পি শাহজামাল আহমেদ পিএইচএফ, আই পিপি ইঞ্জিনিয়ার ইমাদ উদ্দিন আরএফএসএম, প্রেসিডেন্ট ইলেক্ট রোটারিয়ান রাশেদুজ্জামান রাশেদ আরএফএসএম।  এর আগে সন্ধ্যায় জেলা গভর্নরের উপস্থিতিতে অফিসিয়াল এক্সক্লুসিভ মিটিং অনুষ্ঠিত হয়। পরে রোটারী ৭ এরিয়া অফ ফোকাসের অন্তর্ভুক্ত কমিউনিটি ও ইকোনমিক ডেভেলপমেন্ট প্রজেক্টর আওতাধীন ২ জন অসহায় দরিদ্র মানুষের মাঝে বয়স্ক ভাতা প্রদান করা হয়। অনুষ্ঠানের শুরুতে অতিথিবৃন্দকে ফুলেল শুভেচ্ছা ও উপহার সামগ্রী প্রদান করা হয়।-বিজ্ঞপ্তি