জামালগঞ্জে ঐতিহ্যববাহী নৌকাবাইচ: চ্যাম্পিয়ন সোনার তরী ও জল পবন

জামালগঞ্জে ঐতিহ্যববাহী নৌকাবাইচ: চ্যাম্পিয়ন সোনার তরী ও জল পবন

জামালগঞ্জ সংবাদদাতা : জামালগঞ্জে উৎসবের আবহে নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় বড় নৌকা থেকে শান্তিগঞ্জ উপজেলার সোনার তরী ও ছোট নৌকা থেকে জামালগঞ্জ উপজেলার বিনাজুড়া গ্রামের জল পবন বিজয়ী হয়।
 
গতকাল বিকেলে উপজেলার অষ্টগ্রামের পাশ দিয়ে বয়ে যাওয়া নদীতে এ প্রতিযোগিতা শুরু হয়। প্রতিযোগিতা হয় ছোট এবং বড় নৌকার মধ্যে। সেখানে ছয়টি ছোট নৌকা এবং ছয়টি বড় নৌকা অংশ নেয়। তার মধ্যে চ্যাম্পিয়ন হয় বড় নৌকা থেকে শান্তিগঞ্জ উপজেলার সোনার তরী ও ছোট নৌকা থেকে জামালগঞ্জ উপজেলার বিনাজুড়া গ্রামের জল পবন।
 
নৌকাবাইচ প্রতিযোগিতা ঘিরে সকাল থেকে উপজেলাজুড়ে ছিলো উৎসবের আমেজ। দুপুর থেকে নদীর দুইপাড়ে নানা বয়সী মানুষ জড়ো হন।  বিকেলে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সুনামগঞ্জ-১ আসনের এমপি ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন বলেন, নৌকা বাংলা ও বাঙ্গালীর ইতিহাস, ঐতিহ্যের প্রতীক। গ্রামের সম্মিলিত বিনোদনের বাহক। সেই ঐতিহ্যকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে হবে। 
ভীমখালী ইউনিয়নের চেয়ারম্যান মো. আখতারুজ্জামান তালুকদার এর সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি রেজাউল করিম শামীম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আলী, সাধারণ সম্পাদক এম নবী হোসেন, থানার অফিসার ইনচার্জ মীর মোঃ আব্দুন নাসের, সাবেক ভাইচ চেয়ারম্যান মিজবাহ উদ্দিন প্রমুখ।