জামেয়া বায়তুল কোরআন সিলেটের ৪র্থ ইসলামী সম্মেলন সম্পন্ন

জামেয়া বায়তুল কোরআন সিলেটের ৪র্থ ইসলামী সম্মেলন সম্পন্ন

সিলেট নগরীর ৩৮নং ওয়ার্ডের মাহমুদাবাদস্থ (শাবি গেইট সংলগ্ন) জামেয়া বায়তুল কোরআন সিলেট এর ৪র্থ ইসলামী সম্মেলন মাদরাসা সংলগ্ন মাঠে গত মঙ্গলবার বিকাল ৩টায় শুরু হয়ে মধ্যরাতে শেষ হয়েছে। 

ইসলামী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে মুফতি মাওলানা ওলিউর রহমান পীর বরুণা বলেন, ‘কুরআন, হাদিস হতে বিচ্ছিন্ন হওয়ার ফলে সারা বিশ্বে বেহায়াপনা চলছে এবং আপদ-বিপদসহ বিভিন্ন ধরনের ঘটনা ঘটছে। সকল কিছু হতে মুক্তি পেতে হলে কুরআন ও হাদিস অধ্যয়ন করতে হবে। তাহলে দুনিয়াতে সুখ ও আখেরাতে শান্তি পাওয়া যাবে। তিনি বলেন, ইসলাম হলো একটি পূর্ণাঙ্গ জীবনব্যবস্থা। রাসুলের (সা.) আদর্শ মেনে চলতে পারলে আমরা দুনিয়া আখেরাতে সফল হতে পারব। আল্লাহর ভয় যদি আমাদের মনে থাকে তাহলে মানুষ কখনো খারাপ কাজে লিপ্ত হতে পারে না। দুনিয়ার লোভ পরিহার করে আল্লাহকে ভালোবাসতে পারলে আখেরাতের পথ সুগম হবে।’ তিনি সবাইকে ইসলামের জীবন বিধান কুরআন বুঝে আমল করার আহবান জানান।

জামেয়া বায়তুল কোরআন এর উপদেষ্টা আলহাজ¦ আ.ন.ম ওহিদ কনা মিয়া ও সভাপতি মাওলানা আনোয়ার হুসাইন এর পৃথক পৃথক সভাপতিত্বে ইসলামী সম্মেলনের বয়ান পেশ করেন সিলেট কেন্দ্রীয় জামে মসজিদ বন্দরবাজারের ইমাম ও খতিব মাওলানা মোস্তাক আহমদ খান, মাওলানা আফজাল হোসাইন আজমী- নেত্রকোণা, ক্বারি মাওলানা আব্দুল হাই আল আজাদ- বাহুবল, লেকসিটি জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা মাছুম আহমদ।

জামেয়া বায়তুল কোরআন এর পরিচালক মাওলানা শামসীর হারুনুর রশীদ ও উপ-পরিচালক হাফিজ মাওলানা হাবিবুল্লাহ এর যৌথ পরিচালনা বয়ান পেশ করেন জাতীয় ইমাম সমিতি সিলেট মহানগর সভাপতি মাওলানা হাবীব আহমদ শিহাব, শেখপাড়া জামে মসজিদের কোষাধ্যক্ষ শাহ লুকমান হুসেন। শ্রমিক ইউনিয়ন উপপরিষদ কুমারগাঁও শাখার চেয়ারম্যান লুকমান মির্জা, মোহাম্মদ আলী কবির, শিক্ষক হাফিজ ইসমাইল হুসেন, শিক্ষক মাওলানা যাকারিয়া আহমদ প্রমুখ সহ এলাকার ধর্মপ্রাণ মুসল্লিগণ উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি