বিশ্বম্ভরপুরে বিনামূল্যে সরিষা  বীজ বিতরণের উদ্বোধন

বিশ্বম্ভরপুরে বিনামূল্যে সরিষা  বীজ বিতরণের উদ্বোধন

বিশ্বম্ভরপুর (সুনামগঞ্জ) থেকে নিজস্ব সংবাদদাতা ঃ বিশ্বম্ভরপুরে জেলা প্রশাসনের অর্থায়নে অনাবাদী পতিত জমি আবাদের আওতায় আনয়ন ও তেল জাতীয় ফসলের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষকদের মাঝে বিনামূল্যে সরিষার বীজ বিতরণ কর্মসূচির উদ্বোধন করা হয়। বুধবার দুপুরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে বীজ বিতরণ উদ্বোধন করা হয়।


উপজেলা নির্বাহী অফিসার মফিজুর রহমান এর সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. নয়ন মিয়া। বিসিআইসি ডিলারদের মধ্যে বক্তব্য রাখেন মো. একলাছুর রহমান, উপজেলা মৎস্য কর্মকর্তা কৌশিক সরকার, প্রেসক্লাব সভাপতি স্বপন কুমার বর্মণ প্রমুখ।
সভায় জানানো হয়, জেলা প্রশাসনের অর্থায়নে উপজেলার ৩’শ জন কৃষকের মাঝে অনাবাদি পতিত ভূমি চাষাবাদের আনয়নের কর্মসূচীর আওতায় বিনামূল্যে সরিষা বীজ প্রদান করা হবে।