জালালাবাদ ক্যান্টনমেন্ট ইংলিশ  স্কুলে বার্ষিক ক্রীড়ার পুরস্কার  বিতরণী ও নবীনবরণ সম্পন্ন

জালালাবাদ ক্যান্টনমেন্ট ইংলিশ  স্কুলে বার্ষিক ক্রীড়ার পুরস্কার  বিতরণী ও নবীনবরণ সম্পন্ন

জালালাবাদ ক্যান্টনমেন্ট ইংলিশ স্কুল এন্ড কলেজে নবীনবরণ, বার্ষিক পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। গতকাল রোববার বিকেল ৩টায় পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানটি শুরু হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের চেয়ারম্যান ও ৫২ পদাতিক ব্রিগেড এর কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ মফিজুল ইসলাম রাশেদ, এএফডব্লিউসি, পিএসসি।

অনুষ্ঠানের শুরুতে একাদশ শ্রেণির নবীনদের উদ্দেশ্যে স্বাগত বক্তব্য রাখেন কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী বুশরা সিরাজ। নবীনদের পক্ষ থেকে বক্তব্য রাখেন আব্দুল জব্বার ইমতিয়াজ। পরে অধ্যক্ষ মিজানুর রহমান চৌধুরী বক্তব্য রাখেন। প্রধান অতিথি তাঁর বক্তব্যে শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, জীবনে সফল হতে হলে লক্ষ্য স্থির করে কঠোর পরিশ্রমের মাধ্যমে এগিয়ে যেতে হবে এবং একুশ শতকের চ্যালেঞ্জ মোকাবেলায় সকলকে দক্ষ হয়ে উঠতে হবে। তিনি পড়াশোনার পাশাপাশি জেলা ও বিভাগ পর্যায়েসহ শিক্ষা কার্যক্রমে প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের সফলতার প্রশংসা করেন। সহকারী শিক্ষিকা শিউলি রানী দাস এবং সঞ্চালনায় সিনিয়র শিক্ষক শাহেদ আহমদের সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠানের শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।-বিজ্ঞপ্তি