জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিকেল  কলেজ হাসপাতালে আত্মহত্যা প্রতিরোধ দিবস পালিত

জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিকেল  কলেজ হাসপাতালে আত্মহত্যা প্রতিরোধ দিবস পালিত

বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে সিলেটে বিশ্ব আত্মহত্যা প্রতিরোধ দিবস ২০২৩ পালিত হয়েছে। ২০০৩ সাল থেকে ১০ সেপ্টেম্বর-কে বিশ্ব আত্মহত্যা প্রতিরোধ দিবস হিসেবে পালন করা হচ্ছে। এর অংশ হিসাবে সারা বিশ্বের মতো বাংলাদেশেও এ দিবসটি পালিত হয়। এ উপলক্ষে রোববার জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে  বিশ্ব আত্মহত্যা প্রতিরোধ দিবস ২০২৩ উপলক্ষে সেমিনার রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

এতে বক্তারা জানান, বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিবেদন অনুযায়ী, আত্মহত্যা প্রবণতার ক্ষেত্রে বিশ্বে বাংলাদেশের অবস্থান দশম। যদিও বাংলাদেশে জাতীয় পর্যায়ে আত্মহত্যাজনিত মৃত্যুর সঠিক কোনো পরিসংখ্যান নেই। দিবসটির এবারের প্রতিপাদ্য ছিলো ‘কর্মের মাধ্যমে আশা তৈরি করো’। 

সেমিনারে সভাপতিত্ব করেন মানসিক রোগ বিভাগের বিভাগীয় প্রধান সহযোগী অধ্যাপক ডা. শফিউল ইসলাম খালেদ। সেমিনারে সম্মানিত ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গ্যাস্ট্রোএন্টারোলজি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. সৈয়দ আলমগীর সাফওয়াত এবং মেডিসিন বিভাগের অধ্যাপক ডা. বিদিত রঞ্জন দেব। সেমিনারের বিষয়বস্তু উপস্থাপন করেন  মানসিক রোগ বিভাগের ইনডোর মেডিকেল অফিসার ডাঃ এনামুল হাসান নিলয়। এছাড়াও বিভিন্ন বিভাগের চিকিৎসকরা সেমিনারে অংশগ্রহণ করেন।-বিজ্ঞপ্তি