টিকে থাকার লড়াইয়ে ব্যাটিংয়ে অস্ট্রেলিয়া

টিকে থাকার লড়াইয়ে ব্যাটিংয়ে অস্ট্রেলিয়া

রয়েল ভিউ ডেস্ক:
টিকে থাকার লড়াইয়ে আয়ারল্যান্ডের বিপক্ষে মাঠে নামছে স্বাগতিক অস্ট্রেলিয়া। টসে হেরে আগে ব্যাট করবে তারা। সেমিফাইনালের সম্ভাবনা বাঁচিয়ে রাখতে ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের এ ম্যাচে জিততেই হবে। আয়ারল্যান্ডের ক্ষেত্রেও জয়ের বিকল্প নেই।

সুপার টুয়েলভে নিজেদের প্রথম ম্যাচে নিউজিল্যান্ডের কাছে ৮৯ রানে হেরে যায় বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া। পরের ম্যাচেই জয়ের ধারায় ফেরে অস্ট্রেলিয়া। এশিয়ার সেরা শ্রীলংকাকে ৭ উইকেটে হারিয়ে দেয় অসিরা। নিজেদের তৃতীয় ম্যাচে প্রতিপক্ষ হিসেবে ইংল্যান্ডকে পায় অস্ট্রেলিয়া। ব্রিজবেনের সেই ম্যাচে মাঠেই নামতে পারেনি অস্ট্রেলিয়া। বৃষ্টির কারণে ম্যাচ পরিত্যক্ত হলে পয়েন্ট ভাগাভাগি করে মাঠ দুই দল।

আজ আয়ারল্যান্ডের বিপক্ষে জিতলে পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা নিউজিল্যান্ডের সমান ৫ পয়েন্ট হবে অস্ট্রেলিয়ার। এ ম্যাচে জয় পেলে ইংল্যান্ড-আয়ারল্যান্ডকে টপকে টেবিলের দ্বিতীয়স্থানে উঠে সেমিফাইনালের দৌঁড়ে টিকে থাকবে অসিরা।

এখন পর্যন্ত টি-টোয়েন্টিতে একবারই মুখোমুখি হয়েছে অস্ট্রেলিয়া ও আয়ারল্যান্ড। ২০১২ টি-টোয়েন্টি বিশ্বকাপের ঐ ম্যাচে আয়ারল্যান্ডকে ৭ উইকেটে হারিয়েছিলো অস্ট্রেলিয়া।

অস্ট্রেলিয়া একাদশ: ডেভিড ওয়ার্নার, অ্যারন ফিঞ্চ (অধিনায়ক), মিচেল মার্শ, গ্লেন ম্যাক্সওয়েল, মার্কাস স্টয়নিস, টিম ডেভিড, ম্যাথু ওয়েড, প্যাট কামিন্স, মিচেল স্টার্ক, জশ হ্যাজলউড

আয়ারল্যান্ড একাদশ: পল স্টার্লিং, অ্যান্ডি বালবার্নি (অধিনায়ক), লরকান টাকার, হ্যারি টেক্টর, কার্টিস ক্যাম্ফার, জর্জ ডকরেল, গ্যারেথ ডেলানি, মার্ক অ্যাডায়ার, ব্যারি ম্যাকার্থি, ফিয়ন হ্যান্ড, জশুয়া লিটন।