বিএনপির সমাবেশের দিনে জনসভা করবে আ'লীগ

বিএনপির সমাবেশের দিনে জনসভা করবে আ'লীগ

রয়েল ভিউ ডেস্ক:
বিএনপির গণসমাবেশের দিনে জনসভা করবে আওয়ামী লীগ। তবে বিএনপির নির্ধারিত গণসমাবেশস্থল কিংবা সংশ্নিষ্ট জেলায় জনসভা এড়িয়ে চলবে। গণসমাবেশের নির্ধারিত দিনে মেয়াদোত্তীর্ণ জেলা সম্মেলনকে জনসভায় রূপ দেওয়া হবে। সেই সঙ্গে রাজধানী ঢাকার প্রতিটি নির্বাচনী এলাকায় জনসভা করার পরিকল্পনা রয়েছে আওয়ামী লীগের।

আওয়ামী লীগের কয়েকজন নীতিনির্ধারক নেতা এসব তথ্য নিশ্চিত করে সমকালকে জানিয়েছেন, গত শনিবার রংপুরে বিএনপির গণসমাবেশের দিনে রাজধানীতে ঢাকা জেলা আওয়ামী লীগের সম্মেলনে উল্লেখযোগ্যসংখ্যক মানুষের উপস্থিতি দেখে প্রাথমিকভাবে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এর আগে গত ১৭ সেপ্টেম্বর নরসিংদী জেলা আওয়ামী লীগের সম্মেলনেও জনসমাগম ছিল উল্লেখযোগ্য। অন্য জেলাগুলোর সম্মেলনেও প্রায় একই চিত্র ছিল। ফলে সংগঠনটির নেতৃত্ব মনে করছে, জেলা বা বিভাগীয় পর্যায়ে সমাবেশ ডাকলে তাতে বড় জনসমাগম ঘটবেই। তা বিএনপির বড় কোনো কর্মসূচির দিনে হলেও সফল হবেই।

অবশ্য এ প্রসঙ্গে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, তাঁরা বিএনপির সঙ্গে পাল্টাপাল্টি কর্মসূচি পালন করবেন না। তা ছাড়া আওয়ামী লীগ কখনোই পাল্টাপাল্টি কর্মসূচিতে বিশ্বাস করে না। দলের ২২তম জাতীয় সম্মেলনকে কেন্দ্র করে ধারাবাহিক কর্মসূচি পালন করা হচ্ছে। বিভিন্ন জেলায় সম্মেলন হচ্ছে। আর জেলা সম্মেলনে অংশ নেওয়া নেতাকর্মীর উপস্থিতি বিএনপির গণসমাবেশকেও ছাড়িয়ে যাচ্ছে।

আওয়ামী লীগের কয়েকজন কেন্দ্রীয় নেতা বলেছেন, ঢাকা জেলা আওয়ামী লীগের সম্মেলনে লাখো মানুষের সমাগম হয়েছিল। দেশের বিভাগীয় শহরগুলোতে বিএনপির চলমান গণসমাবেশের প্রেক্ষাপটে আলোচনায় আসা এই সম্মেলনকে ঘিরে অনেক দিন পর রাজধানীতে বড় ধরনের শোডাউনও হয়ে গেল।

এই সম্মেলনের 'সাফল্যে' আওয়ামী লীগের কয়েকজন নীতিনির্ধারক নেতা আগামীতে বিএনপির গণসমাবেশের দিনে যে কোনো জেলা সম্মেলন আয়োজনের কথা ভাবছেন। আগামী ৫ নভেম্বর বরিশালে বিএনপির গণসমাবেশের দিনে বরগুনা পৌরসভা ও থানা আওয়ামী লীগের পূর্বনির্ধারিত সম্মেলন। আর এ সম্মেলন ঘিরে সমাবেশে নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতি নিশ্চিত করার উদ্যোগ শুরু হয়েছে বলে জানিয়েছেন দলের বরিশাল বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আফজাল হোসেন।

বিএনপি ১২ নভেম্বর ফরিদপুরে গণসমাবেশ করবে। ওই দিন চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের পূর্বনির্ধারিত সম্মেলন অনুষ্ঠিত হবে। দলের খুলনা বিভাগের দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক বি এম মোজাম্মেল হক বলেছেন, চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সম্মেলনকে ঘিরে জনসভা করা হবে। এরই মধ্যে সেই প্রস্তুতি এগিয়ে চলছে পুরোদমে।

২৬ নভেম্বর কুমিল্লায় গণসমাবেশ করবে বিএনপি। ওই দিন পিরোজপুর জেলা আওয়ামী লীগের পূর্বনির্ধারিত সম্মেলনেও ব্যাপক উপস্থিতির প্রস্তুতি রয়েছে বলে জানিয়েছেন অ্যাডভোকেট আফজাল হোসেন। এ ছাড়া ১৯ নভেম্বর সিলেট ও ৩ ডিসেম্বর রাজশাহীতে বিএনপির গণসমাবেশের দিনে আওয়ামী লীগের মেয়াদোত্তীর্ণ যে কোনো জেলায় সম্মেলন আয়োজনের চিন্তাভাবনা করা হচ্ছে বলে জানা গেছে।

এদিকে আওয়ামী লীগের ঢাকা বিভাগের দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক মির্জা আজম সমকালকে জানিয়েছেন, রাজধানীর প্রতিটি নির্বাচনী এলাকায় জনসভা করার প্রস্তুতি রয়েছে। নভেম্বর থেকে এই জনসভা শুরু হবে। সেই সঙ্গে বিএনপির গণসমাবেশের দিনে মেয়াদোত্তীর্ণ যে কোনো জেলায় সম্মেলন করার চিন্তাভাবনা রয়েছে।