টিকতে হলে কালোত্তীর্ণদের  অতিক্রম করতে হবে  ------- শাকুর মজিদ

টিকতে হলে কালোত্তীর্ণদের  অতিক্রম করতে হবে  ------- শাকুর মজিদ

বাংলা একাডেমি পুরস্কারপ্রাপ্ত প্রখ্যাত ভ্রমণকাহিনী লেখক, চিত্রনির্মাতা, নাট্যকার, স্থপতি শাকুর মজিদকে নিয়ে এক লেখক ও সাহিত্য আড্ডা গত সোমবার সন্ধ্যায় সিলেটে অনুষ্ঠিত হয়েছে। সাইক্লোন কেন্দ্রীয় সংসদের উদ্যোগে নগরীর জিন্দাবাজারস্থ সিলেট এক্সপ্রেস মিলনায়তনে সাইক্লোনের ২৫৯তম সাহিত্য আসরে শাকুর মজিদ জানান ‘সাইক্লোনের সাহিত্য আড্ডা আমার জীবনের দ্বিতীয় সাহিত্য আসর এবং প্রথম সাহিত্য আসর ছিলো কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের ১১০০তম সাহিত্য আসরে অংশগ্রহণ।

সাহিত্য আসরে অংশ নিলে সৌহার্দ্য-সম্প্রীতি বৃদ্ধি পায়।’ সাইক্লোনের শিক্ষা সম্পাদক কবি-সংগঠক ইছমত হানিফা চৌধুরীর সভাপতিত্বে আড্ডায় স্বাগত বক্তব্য রাখেন সাইক্লোন কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক ও বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন সিলেট বিভাগীয় কমিটির সভাপতি আবদুল বাতিন ফয়সল। সাইক্লোনের সাহিত্য সম্পাদক তাসলিমা খানম বীথির পরিচালনায় আড্ডায় আলোচনায় অংশ নেন শাবিপ্রবি’র এডিশনাল রেজিস্ট্রার সৈয়দ ছলিম মোহাম্মদ আব্দুল কাদির, স্বাস্থ্য বিভাগের অবসরপ্রাপ্ত পরিচালক কবি ডা. মোহাম্মদ মাশুকুর রহমান, সাংবাদিক-গল্পকার সেলিম আউয়াল, কবি-প্রাবন্ধিক বেলাল আহমদ চৌধুরী, কবি বাচিকশিল্পী সালেহ খসরু, প্রিন্সিপাল কবি নাজমুল আনসারী, ভ্রমণকাহিনি লেখক মোয়াজ আফসার, শাইনি স্টেপস্-এর প্রিন্সিপাল সেনুয়ারা আক্তার চিনু, অধ্যাপিকা জান্নাত আরা

খান পান্না, লেখক এডভোকেট আবদুল মালিক, চিত্রশিল্পী চুনী চৌধুরী, ঔপন্যাসিক আলেয়া রহমান প্রমুখ। আড্ডা শাকুর মজিদ বলেন, কালোত্তীর্ণ লেখকদের কথাই আমরা জানি। কাজেই টিকে থাকতে হলে কালোত্তীর্ণ লেখকদেরকে অতিক্রম করতে হবে। একজন লেখককে তার সমকালীন, তার পূর্বসূরীদের সাহিত্যকর্ম সম্পর্কে জানতে হবে। বিশেষ করে পূর্বসূরির ধারাকে অতিক্রম করে, তাদের বৃত্তকে যিনি ভাংতে পারেন তিনিই সফল এবং কাল তাকে স্মরণ করে। বিজ্ঞপ্তি