কবি আরিজা খাতুনের  মৃত্যুবার্ষিকীতে তিনদিনব্যাপী কর্মসূচি 

কবি আরিজা খাতুনের  মৃত্যুবার্ষিকীতে তিনদিনব্যাপী কর্মসূচি 

ডাক ডেস্ক: মরমি কবি কাজি আরিজা খাতুনের বিশতম মৃত্যুবার্ষিক উপলক্ষে তিনদিনব্যাপী অনুষ্ঠানমালা শুরু হয়েছে মঙ্গলবার থেকে। সিলেট শহরের কাজিটুলা রকীব শাহ মাজার প্রাঙ্গণে আয়োজিত কর্মসূচি হচ্ছে -কুরআনখানি, দোয়া মাহফিল ও আলোচনা সভা।

এ ছাড়া, বিশিষ্ট কবি ও লেখক তুফান মাযহার খানের গবেষণামূলক গ্রন্থ 'তাপসী আরিজা'র মোড়ক উন্মোচন করা হবে ৫ অক্টোবর সন্ধ্যা সাতটায়। এইসব কর্মসূচিতে যথাসময়ে সংশ্লিষ্টজনদের উপস্থিত থাকতে রকীব শাহ পরিষদের সভাপতি ডক্টর কাজী কামাল আহমদ অনুরোধ জানিয়েছেন।
উল্লেখ্য, গত ২০ সেপ্টেম্বর, ২০২৩ ছিল মরমি কবি আরিজা খাতুনের বিশতম ওফাত দিবস।