টিপু হত্যা মামলার প্রধান আসামি মুসাকে ওমান থেকে ফেরানো হলো

টিপু হত্যা মামলার প্রধান আসামি মুসাকে ওমান থেকে ফেরানো হলো

রয়েল ভিউ ডেস্ক:
ঢাকার মতিঝিল থানা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম (টিপু) হত্যার সন্দেহভাজন মূল পরিকল্পনাকারী ও নির্দেশদাতা এবং এই হত্যা মামলার প্রধান আসামি সুমন সিকদার মুসাকে দেশে ফিরিয়ে আনা হয়েছে।

বৃহস্পতিবার সকালে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে একটি ফ্লাইটে তাকে সঙ্গে নিয়ে অবতরণ করে বাংলাদেশ পুলিশের একটি দল। বুধবার রাতে পুলিশের ৩ সদস্যের একটি দল তাকে নিয়ে  ওমান থেকে ঢাকায় রওনা হন। এর আগে ওমানের সিআইডি বাংলাদেশ পুলিশ দলের কাছে তাকে হস্তান্তর করে।

ওমান সূত্রে জানা যায়,  মুসা গত ৭ মে দুবাই থেকে ওমানে যান এবং ১১ মে ওমান থেকে দুবাই যাওয়ার পথে হাততা বর্ডারে ইমিগ্রেশন করার সময় গ্রেপ্তার হন। তার বাড়ি চট্টগ্রামের আনোয়ারা উপজেলায়।

প্রসঙ্গত, গত ২৪ মার্চ রাত সোয়া ১০টার দিকে রাজধানীর শাহজাহানপুরের আমতলা জামে মসজিদের কাছে টিপুকে গুলি করে হত্যা করা হয়। ওই সময় নিজের মাইক্রোবাসে করে তিনি বাসায় ফিরছিলেন। গাড়িটি যানজটে পড়ার পর একটি মোটরসাইকেলে আসা হেলমেট পরা এক যুবক টিপুকে লক্ষ্য করে গুলি করেন। এ সময় এলোপাতাড়ি গুলিতে সামিয়া আফরান প্রীতি নামে এক কলেজছাত্রীও নিহত হন।