ডিজিটাল প্রযুক্তির ব্যবহারে  মানুষ দ্রুত সেবা পাচ্ছেন ---- মিসবাহ উদ্দিন সিরাজ

ডিজিটাল প্রযুক্তির ব্যবহারে  মানুষ দ্রুত সেবা পাচ্ছেন ---- মিসবাহ উদ্দিন সিরাজ

বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক এডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ বলেছেন, ডিজিটালের প্রযুক্তি ছোঁয়া বিশ্বায়নের গতিকে ত্বরান্বিত করেছে। ডিজিটাল প্রযুক্তি বিভিন্ন ধরনের সুযোগ-সুবিধা তৈরি করে মানবতার কল্যাণ এবং জনগণের জীবন মানের উন্নয়ন ঘটিয়েছে। সরকার ডিজিটাল বাংলাদেশ গড়ে তোলায় মানুষ দ্রুত সেবা গ্রহণ করতে পারছেন। প্রযুক্তির উৎকর্ষতায় কুলঞ্জ ইউনিয়ন অনলাইন গ্রুপ আর্ত মানবতার সেবায় নিজেদেরকে নিয়োজিত রেখেছেন। 

তিনি গত মঙ্গলবার রাতে সিলেট নগরীর একটি হোটেলের হলরুমে সুনামগঞ্জের দিরাই উপজেলার কুলঞ্জ ইউনিয়ন অনলাইন গ্রুপ আয়োজিত বিশিষ্ট সমাজসেবক যুক্তরাজ্য প্রবাসী কমিউনিটি নেতা সিলেট কেন্দ্রীয় গণকল্যাণ ট্রাস্টের ভাইস চেয়ারম্যান নুরুল আমিন চৌধুরী হেলনের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন। ইউনিয়ন পরিষদ সদস্য আব্দুল ওয়াদুদ খানের সভাপতিত্বে ও কুলঞ্জ ইউনিয়ন অনলাইন গ্রুপের এডমিন আখলাক হোসেনের সঞ্চালনায় সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথির মধ্যে বক্তব্য রাখেন-সিলেট জজ কোর্টের এডিশনাল পিপি এডভোকেট শামসুল ইসলাম, বাংলাদেশ জমিয়তে উলামায়ে ইসলাম সিলেট মহানগর সভাপতি মাওলানা আব্দুল মালিক চৌধুরী, সুনামগঞ্জ ওয়েলফেয়ার এসোসিয়েশন সিলেটের সাধারণ সম্পাদক মনোরঞ্জন দাস, সার্চ মানবাধিকার সোসাইটি বাংলাদেশ দিরাই উপজেলা শাখার সভাপতি এম আবুল হোসেন শরীফ। সংবর্ধিত অতিথির বক্তব্য রাখেন যুক্তরাজ্য প্রবাসী নুরুল আমিন চৌধুরী হেলন। বক্তব্য রাখেন হাওর বাঁচাও আন্দোলনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সাংবাদিক খালেদ মিয়া, জালালী পার্টি কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক আনোয়ার চৌধুরী, সিলেট মহানগর শ্রমিক লীগের যুগ্ম সম্পাদক বিজিত লাল দাস, তাহিরপুর সমিতির সভাপতি তারা মিয়া প্রমুখ।-বিজ্ঞপ্তি