ঢালারপাড় শিক্ষানুরাগী পরিষদের  মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত 

ঢালারপাড় শিক্ষানুরাগী পরিষদের  মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত 

কোম্পানীগঞ্জ (সিলেট) থেকে নিজস্ব সংবাদদাতা ঃ কোম্পানীগঞ্জের বৃহত্তর ঢালারপাড় শিক্ষানুরাগী পরিষদের আয়োজনে মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১১টায় ঢালারপাড় উচ্চ বিদ্যালয়ে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। ঢালারপাড়সহ উপজেলার ১৪টি উচ্চ বিদ্যালয় ও ২৮টি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম ও অষ্টম শ্রেণির মোট ৩০৭ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে। 
পরীক্ষা নিয়ন্ত্রক ও কেন্দ্র সচিব হিসেবে দায়িত্ব পালন করেন ঢালারপাড় উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিউটি বেগম। হল সুপার ছিলেন সহকারী প্রধান শিক্ষক আলী উসমান। সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন বৃহত্তর ঢালারপাড় শিক্ষানুরাগী পরিষদের প্রতিষ্ঠাতা ফায়জুর রহমান, উপদেষ্টা আবু সিদ্দিক, সভাপতি আব্দুল মান্নান, সহ-সভাপতি ও উপজেলা ছাত্রলীগ সভাপতি উমর আলী, সাধারণ সম্পাদক জামির হোসেন। 
বৃত্তি পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন ঢালারপাড় উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি এডভোকেট শাহজাহান চৌধুরী, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান নাসরিন জাহান ফাতেমা, কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবিদুর রহমান, পূর্ব ইসলামপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আলী আকবর মেম্বার, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ফারুকুজ্জামান রানা, কোম্পানীগঞ্জ ছাত্র পরিষদের সভাপতি হেলাল আহমদ প্রমুখ।