তীব্র গরমে উত্তপ্ত ভারতের রাজধানী দিল্লি

তীব্র গরমে  উত্তপ্ত ভারতের রাজধানী দিল্লি

রয়েল ভিউ ডেস্ক:
তীব্র গরমে নাভিশ্বাস উঠছে ভারতের রাজধানী দিল্লির বাসিন্দাদের। মঙ্গলবার শহরটিতে ৪০ দশমিক ৮ ডিগ্রী সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করে স্থানীয় আবহাওয়া বিভাগ।
আগামী দুইদিন আরও দুই থেকে তিন ড্রিগ্রী সেলসিয়াস তাপমাত্রা বৃদ্ধির পূর্বাভাস দেয়া হয়েছে। এনডিটিভির এক প্রতিবেদনে এমনটি বলা হয়।

আজ গড় তাপমাত্রা ৪২ ডিগ্রী ছাড়িয়ে যেতে পারে এবং বৃহস্পতিবার তা ৪৪ ডিগ্রী সেলসিয়াস ছাড়ানোর আশঙ্কা করা হচ্ছে। এসময় দিল্লির কিছু স্থানে সর্বোচ্চ ৪৬ ডিগ্রী সেলসিয়াস তাপমাত্রা হতে পারে।

মার্চ মাসের শেষ সপ্তাহ থেকেই ভারতের উত্তর পশ্চিমাঞ্চলে তাপমাত্রা ছিল স্বাভাবিকের চেয়ে বেশি। এছাড়া ২৮শে এপ্রিল থেকে তাপপ্রবাহের পূর্বাভাস দিয়ে দিল্লিতে হলুদ সতর্কতা জারি করেছে কর্তৃপক্ষ।

এদিকে তাপপ্রবাহের কারণে কোলের শিশু, বয়স্ক এবং দীর্ঘমেয়াদী রোগে আক্রান্তদের অসুস্থতা দেখা দিতে পারে বলে সতর্ক করা হয়েছে। তবে শুক্রবার হালকা বৃষ্টির পর স্বস্তি ফিরতে পারে। চলতি মাসের ৮ দিনই তাপপ্রবাহ বয়ে যায় দিল্লিতে।