থাইল্যান্ডে বরখাস্ত পুলিশ কর্মকর্তার হামলায় কমপক্ষে নিহত ২৮

থাইল্যান্ডে বরখাস্ত পুলিশ কর্মকর্তার হামলায় কমপক্ষে নিহত ২৮

রয়েল ভিউ ডেস্ক:
বরখাস্ত পুলিশ কর্মকর্তার হামলায় থাইল্যান্ডে কমপক্ষে ২৮ জন প্রাণ হারিয়েছেন। হামলার কারণ এখনো জানা যায়নি। থাইল্যান্ডের উত্তর-পূর্বাঞ্চলীয় নং বুয়া লম্ফু এলাকার শিশুদের প্রি-স্কুল ডে-কেয়ার সেন্টারে এ ঘটনা ঘটেছে।  

আজ বৃহস্পতিবার দুপুরে বিবিসি এক প্রতিবেদনে জানিয়েছে, ওই পুলিশ কর্মকর্তা সম্প্রতি বরখাস্ত হন। হামলার পর থেকে তিনি পলাতক।

পুলিশ জানিয়েছে, হতাহতের মধ্যে শিশু ও প্রাপ্তবয়স্ক মানুষ রয়েছেন। হামলাকারীর গুলি ও ছুরিকাঘাতে হতাহতের ঘটনা ঘটে।
থাইল্যান্ডে নির্বিচারে গুলির ঘটনা খুবই বিরল। এর আগে ২০২০ সালে থাইল্যান্ডের নাখোঁ রাতচাসিমা এক সৈনিকের গুলিতে ২১ জন প্রাণ হারিয়েছিলেন। ওই হামলায় বেশ কয়েকজন আহত হন।