দগ্ধ হয়েও আগুন থেকে শাশুড়িকে বাঁচাতে পারলেন না পুত্রবধূ

দগ্ধ হয়েও আগুন থেকে শাশুড়িকে বাঁচাতে পারলেন না পুত্রবধূ

রয়েল ভিউ ডেস্ক:
নীলফামারীর কিশোরগঞ্জে বাড়িতে অগ্নিকাণ্ডে ফুলমতি রায় (৭০) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। তাকে বাঁচাতে গিয়ে দগ্ধ হয়েছেন পুত্রবধূ অঞ্জনা রানী (৪২)। তাকে রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মঙ্গলবার (২৮ ডিসেম্বর) রাত ৮টার দিকে উপজেলার বড়ভিটা ইউনিয়নের মেলাবর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ফুলমতি গ্রামের রাজেন্দ্র নাথ রায়ের স্ত্রী। আগুনে পরিবারটির চারটি ঘর, দুটি গরু ও তিনটি ছাগলও পুড়ে ছাই হয়ে যায়।

বড়ভিটা ইউনিয়নের চেয়ারম্যান ফজলার রহমান বলেন, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। ওই সময় বাড়িতে কোনো পুরুষ মানুষ ছিল না। নিহত ফুলমতি প্যারালাইজড রোগী। তাকে বাঁচাতে গিয়ে পুত্রবধূও দগ্ধ হয়। কিন্তু বৃদ্ধাকে বাঁচানো যায়নি। দগ্ধ পুত্রবধূ অঞ্জনা রানীকে রমেক হাসপাতালে ভর্তি করা হয়েছে। তারও অবস্থা ভালো না।

কিশোরগঞ্জ উপজেলা ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের স্টেশন কর্মকর্তা আব্দুর রাজ্জাক মন্ডল গণমাধ্যমকে বলেন, খবর পেয়ে সেখানে উপস্থিত হয় কিশোরগঞ্জ ও জলঢাকা ফায়ার স্টেশনের কর্মীরা। পরে আগুন নিয়ন্ত্রণে এনে ঘর থেকে মরদেহ বের করা হয়। অগ্নিদগ্ধ অঞ্জনা রানীকে রমেক হাসপাতালে পাঠানো হয়েছে।