বর্তমান প্রজন্মকে যোগ্য নেতৃত্ব হিসেবে গড়ে তুলতে হবে: পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান

বর্তমান প্রজন্মকে যোগ্য নেতৃত্ব হিসেবে গড়ে তুলতে হবে: পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান

গোলাপগঞ্জ (সিলেট) থেকে নিজস্ব সংবাদদাতা: পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান এমপি বলেছেন, বর্তমান প্রজন্ম আমাদের স্বাধীনতার ফসল। আমাদের আত্মপরিচয় ভুলে গেলে চলবেনা। ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ করতে হবে। উদার সমাজ গঠনে সুষ্ঠু পরিকল্পনার প্রয়োজন। স্কাউট আন্দোলনের মাধ্যমে যুব সমাজের মধ্যে আগামী দিনের নেতৃত্ব সৃষ্টি করতে হবে। দেশে এখন যোগ্য নেতৃত্ব রয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে বলেও তিনি মন্তব্য করেন।
গতকাল সোমবার বিকেল ৩টায় গোলাপগঞ্জে আঞ্চলিক স্কাউট প্রশিক্ষণ কেন্দ্রে সিলেট অঞ্চল আয়োজিত প্রথম ফ্রেন্ডশিপ ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে  তিনি উপরোক্ত কথাগুলো বলেন। 
বাংলাদেশ স্কাউটস, সিলেট অঞ্চলের সভাপতি ও সিলেট শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ডঃ রমা বিজয় সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান স্কাউট ব্যক্তিত্বের বক্তব্যে বাংলাদেশ স্কাউটস এর সভাপতি ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের সাবেক মুখ্য সচিব মোঃ আবুল কালাম আজাদ বলেন, স্কাউটদের চিন্তা, কথা ও কাজে নির্মল হতে হবে। ফ্রেন্ডশিপ ক্যাম্প এর মাধ্যমে নতুন নতুন বন্ধু করতে হবে। এ বন্ধুত্বের বন্ধনে আগামীতে দেশকে উন্নয়নের অভিযাত্রায় এগিয়ে নিয়ে যেতে হবে। 
আঞ্চলিক স্কাউটস এর উপ-কমিশনার (স্পেশাল ইভেন্ট) প্রমথ সরকার এলটির পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, বাংলাদেশ স্কাউটস এর জাতীয় কমিশনার (উন্নয়ন) ও সাবেক অতিরিক্ত সচিব আখতারুজ্জামান খান কবির, সিলেটের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) জাকারিয়া।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রথম আঞ্চলিক ফ্রেন্ডশিপ ক্যাম্পের সাংগঠনিক কমিটির আহ্বায়ক মঞ্জুর শাফি চৌধুরী এলিম, স্বাগত বক্তব্য রাখেন, সমাবেশ প্রধান ও বাংলাদেশ স্কাউটস, সিলেট অঞ্চলের কমিশনার মুবিন আহমদ  জায়গীরদার। এ সময় উপস্থিত ছিলেন,   বাংলাদেশ স্কাউটস, সিলেট অঞ্চলের সহ-সভাপতি ও গোলাপগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান এডভোকেট ইকবাল আহমদ চৌধুরী, সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সত্যজিৎ দাস, গোলাপগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মো: গোলাম কবির, বাংলাদেশ স্কাউটস, সিলেট অঞ্চলের সম্পাদক মহিউল ইসলাম মুমিত, গোলাপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রফিক আহমদ প্রমুখ।
পাঁচ দিনব্যাপী অনুষ্ঠিতব্য সমাবেশ সিলেট অঞ্চলের ৫১ টি স্কাউট দল ও দেশের অন্যান্য অঞ্চল থেকে ৪০টি দলসহ ৯১টি দলের  স্কাউট, স্বেচ্ছাসেবক, কর্মকর্তাসহ প্রায় ১ হাজার অংশগ্রহণ করছেন।