দিরাইয়ে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায়  রাখার আহবান এমপি জয়া সেন গুপ্তার 

দিরাইয়ে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায়  রাখার আহবান এমপি জয়া সেন গুপ্তার 

দিরাই (সুনামগঞ্জ) থেকে নিজস্ব সংবাদদাতা : শারদীয় দুর্গাপূজাকে সামনে রেখে পূজা উদযাপন সংক্রান্ত বিভিন্ন সংগঠন ও পূজা মন্ডপের আয়োজক কমিটির নেতৃবৃন্দসহ সকল শ্রেণি পেশার মানুষের অংশগ্রহণের মধ্যদিয়ে  দিরাইয়ে সামাজিক সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার বিকেলে উপজেলা গণমিলনায়তন হলে দিরাই উপজেলা প্রশাসনের উদ্যোগে এ সমাবেশ হয়। সুনামগঞ্জের জেলা প্রশাসক জাহাঙ্গীর হোসেনের সভাপতিত্বে ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুর রহমান মামুন’র সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন দিরাই শাল্লার সংসদ সদস্য ড. জয়া সেনগুপ্তা।

প্রধান অতিথির বক্তব্যে জয়া সেনগুপ্তা সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার আহবান জানিয়ে বলেছেন, দিরাই-শাল্লার সাম্প্রদায়িক সম্প্রীতি দীর্ঘদিনের। আমরা মুসলিম হিন্দু মিলে যুগ যুগ ধরে একত্রে বসবাস করি। আমাদের এ সম্প্রীতি সবাই মিলে সমুন্নত রাখতে হবে। শাল্লার মত ঘটনার যেন আর জন্ম না হয় সেদিকে সবাইকে দৃষ্টি রাখতে হবে। সমাবেশে উপজেলা পরিষদের চেয়ারম্যান মঞ্জুর আলম চৌধুরী, পৌর মেয়র বিশ্বজিৎ রায় বিশ্ব, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এডভোকেট রিপা সিনহা, অতিরিক্ত পুলিশ সুপার আবু সুফিয়ান, দিরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল আলম, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি সিরাজ দৌলা তালুকদার, সাধারণ সম্পাদক প্রদীপ রায়সহ প্রশাসনের কর্মকর্তা, আওয়ামী লীগ, পূজা উদযাপন সংক্রান্ত বিভিন্ন সংগঠন ও পূজা মন্ডপের আয়োজক কমিটির নেতৃবৃন্দ সহ বিভিন্ন  শ্রেণি পেশার মানুষ সম্প্রীতি সমাবেশে অংশ নেন।