সমাজের মূল কথাটি হচ্ছে সংস্কৃতি  ঐতিহ্য ও কৃষ্টিকে রক্ষা করে চলা -------শ্রীমৎ স্বামী চন্দ্রনাথানন্দজী মহারাজ

সমাজের মূল কথাটি হচ্ছে সংস্কৃতি  ঐতিহ্য ও কৃষ্টিকে রক্ষা করে চলা -------শ্রীমৎ স্বামী চন্দ্রনাথানন্দজী মহারাজ

মহালয়া উদযাপন পরিষদের সমাপনী অনুষ্ঠান সম্পন্ন

সিলেট রামকৃষ্ণ মিশন আশ্রমের সম্পাদক শ্রীমৎ স্বামী চন্দ্রনাথানন্দজী মহারাজ বলেছেন, সমাজের মূল কথাটি হচ্ছে সংস্কৃতি, ঐতিহ্য ও কৃষ্টিকে রক্ষা করে চলা।
গত রোববার সন্ধ্যা ৬টায় নগরীর মীরাবাজারস্থ শ্রীশ্রী বলরাম জিউর আখড়ায় মহালয়া উদযাপন পরিষদ শ্রীহট্ট ১৪২৯ বঙ্গাব্দ এর আয়োজনে ধর্মসভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।
মহালয়া উদযাপন পরিষদ শ্রীহট্টের সভাপতি বাংলাদেশ ব্যাংকের অবঃ ডি.জি.এম. প্রণব কুমার দেবনাথ এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেটের বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক প্রশান্ত কুমার সাহা, পরিষদের প্রধান সমন্বয়কারী সমাজসেবী জ্যোতির্ময় সিংহ মজুমদার চন্দন, শিক্ষাবিদ প্রফেসর পরিমল কান্তি দে। সভায় বক্তব্য রাখেন যুগ্ম সমন্বয়কারী এডভোকেট বিজয় কৃষ্ণ বিশ্বাস, বীর মুক্তিযোদ্ধা চিত্তরঞ্জন দেব, প্রফেসর অরুণ চন্দ্র পাল, অধ্যক্ষ দেবাশীষ দেবনাথ, সহ সভাপতি এপেক্সিান জি.ডি. রুমু, যুগ্ম সাধারণ সম্পাদক ব্যাংকার জ্যোতি মোহন বিশ্বাস। স্বাগত বক্তব্য রাখেন পরিষদের সাধারণ সম্পাদক এপেক্সিান চন্দন দাশ।
যুগ্ম সমন্বয়কারী শিক্ষক স্বপন চক্রবর্তী ও মহিলা বিষয়ক সম্পাদিকা শিক্ষয়িত্রী শাশ্বতী ঘোষ সোমার যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে ধর্ম ও সমাজসেবায় সম্মাননা প্রদান করা হয় রোটারিয়ান নীরেশ চন্দ্র দাশ ও যোগেশ্বর দাশকে। 

রতœগর্ভা মাতা সম্মাননা প্রদান করা হয় সিলেটের খুশী রাণী সেন, হবিগেঞ্জর রতœা ভট্টাচার্য্য, মৌলভীবাজারের ফুলু রাণী দেবী ও সুনামগঞ্জের প্রীতিকণা রায়কে। 

পরে পুরস্কার বিতরণ উপ-কমিটির আহবায়ক এপেক্সিয়ান জি.ডি. রুমু ও ব্যাংকার অরুণ কুমার বিশ্বাসের যৌথ সঞ্চালনায় বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি শ্রীমৎ স্বামী চন্দ্রনাথানন্দজী মহারাজ। অনুষ্ঠানে ‘অরুণ আলোর অঞ্জলি’ সম্পাদক কবি সুমন বণিক শুভেচ্ছা বক্তব্য রাখেন। মোড়ক উন্মোচন করেন অতিথিবৃন্দ। 
রাত ৯টায় সুবিধাবঞ্চিতদের মধ্যে বস্ত্র বিতরণ অনুষ্ঠানে পরিষদের সভাপতি বাংলাদেশ ব্যাংকের অবঃ ডি.জি.এম. প্রণব কুমার দেবনাথ এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এপেক্সিান চন্দন দাশের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট মহানগর আওয়ামী লীগের সহ সভাপতি আসাদ উদ্দিন আহমদ। তিনি বলেন, দেশ স্বাধীন করতে ধর্মীয় পরিচয়ের আড়ালে সকল মানুষ একযোগে জীবন বাজি রেখে কাজ করেছেন। তাই তো দেশে সকল নাগরিকের সমান অধিকার রয়েছে। ধর্মীয় আচার-অনুষ্ঠান সুষ্ঠুভাবে সম্পন্ন করতে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্ব পালন করতে হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ সিলেট জেলা সভাপতি প্রদীপ কুমার ভট্টাচার্য্য, কন্ট্রাক্টর নীরেশ চন্দ্র দাশ। বক্তব্য রাখেন বস্ত্র বিতরণ উপ-কমিটির আহবায়ক হারাধন দেব প্রভাষ ও সদস্য সচিব উত্তম ঘোষ।
এদিকে, রোববার সকাল সোয়া ৮টায় শ্রীমা সারদা সংঘ সিলেটের সম্পাদিকা কবি বিনতা দেবীর পরিচালনায় সংঘের সেবাব্রতীদের সমবেত চ-ীপাঠের মাধ্যমে কর্মসূচির শুভ সূচনা ঘটে। বিকাল ৫টায় পরিষদের সাংস্কৃতিক সম্পাদক অমিত ত্রিবেদী’র পরিচালনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।-বিজ্ঞপ্তি