ধর্ম প্রতিষ্ঠানের প্রতি প্রধানমন্ত্রী শেখ হাসির সুদৃষ্টি রয়েছে : এমপি হাবিব

ধর্ম প্রতিষ্ঠানের প্রতি প্রধানমন্ত্রী শেখ হাসির সুদৃষ্টি রয়েছে : এমপি হাবিব

ধরাধরপুর বাঘের বাড়ি শাহী ঈদগাহ পুণঃনির্মান কাজের উদ্বোধন

সিলেট ৩ দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ ও বালাগঞ্জ আসনের হাবিবুর রহমান হাবিব বলেছেন, ধর্ম প্রতিষ্ঠানের প্রতি প্রধানমন্ত্রী শেখ হাসির সুদৃষ্টি রয়েছে। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছিলেন উদার চেতনার অধিকারী একজন খাঁটি ঈমানদার মুসলমান।

তিনি কখনও ইসলামকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করেননি। তারই যোগ্য উত্তরসূরি বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইসলামের উন্নয়ন করে মুসলিম জনগোষ্ঠীর ধর্মীয় কর্মকা-কে যথাযোগ্য মর্যাদায় উন্নতি করেছেন।
এমপি হাবিব ১৫ অক্টোবর শনিবার সকালে দক্ষিণ সুরমা উপজেলার তেতলী ইউনিয়নের ধরাধরপুর বাঘের বাড়ি শাহী ঈদগাহ পুন নির্মান কাজের উদ্বোধনী অনুষ্ঠানে ঈদগাহ পরিচালনা কমিটির প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
ধরাধরপুর বাঘের বাড়ি শাহী ঈদগাহ পরিচালনা কমিটির সভাপতি আহমদ রেজা'র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাংস্কৃতিক কামাল উদ্দিন রাসেল এর পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর ও সিলেট জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি অ্যাডভোকেট নিজাম উদ্দিন। 
শুরুতে স্বাগত বক্তব্য রাখেন ধরাধরপুর সমাজ কল্যান সমিতির সাধারণ সম্পাদক শিক্ষক গোলাম মোস্তফা কামাল।
বক্তব্য রাখেন মুরুব্বী হারুনুর রশিদ,হাজী জয়নাল আহমদ, ধরাধরপুর বাঘের বাড়ি শাহী ঈদগাহ পরিচালনা কমিটির সদস্য মুহিবুর রহমান মুয়িন, আব্দুল খালিক, খায়রুল ইসলাম, সোবহান মিয়া, বাবুল আহমদ, বদরুল আলম তুহিন, ফখরুল ইসলাম বাদল, ফজলে এলাহি, মঈন উদ্দিন, আজিজুর রহমান জাহাঙ্গীর, সাংবাদিক কয়েছ আহমদ, দক্ষিণ সুরমা প্রেসক্লাব সদস্য এম সারওয়ার হোসেন সৌরভ, রুহুল আমিন ও আহমদ এমরান প্রমুখ।-বিজ্ঞপ্তি