ধর্মপাশায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

ধর্মপাশায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

ধর্মপাশা (সুনামগঞ্জ) থেকে নিজস্ব সংবাদদাতা: ধর্মপাশা উপজেলায় মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০টায় উপজেলা গণমিলনায়তন হলে অনুষ্ঠিত সভায় বাল্যবিবাহ প্রতিরোধ, তালিকাভুক্ত মাদক বিক্রেতা ও কিশোর গ্যাং এর সদস্যদের আইনের আওতায় নিয়ে আসার ব্যাপারে আলোচনা হয়। 

সভায় ধর্মপাশা থানার অফিসার ইনচার্জ মোঃ মিজানুর রহমান বলেন, জেলার অন্যান্য উপজেলার চেয়ে আমরা অনেক ভালো আছি। ধর্মপাশায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। মাদকের বিরুদ্ধে আমাদের জিরো ট্রলারেন্স। বর্তমান সমাজে যত প্রকার ব্যাধি রয়েছে তাঁর মধ্যে অন্যতম হলো কিশোর গ্যাং। এটি সমাজের জন্য খুবই ভয়াবহ। ওই গ্যাংয়ের ১৫-১৭ জন সদস্য রয়েছে তাদেরকে আইনের আওতায় আনা হবে। এ ব্যাপারে আমাদের অভিযান অব্যহত রয়েছে। তিনি বলেন, প্রত্যন্ত গ্রামাঞ্চলে গরু চুরি দিন দিন বেড়েই চলছে। গ্রামবাসী প্রতিটি গ্রামে গ্রামে পাহারাদারের ব্যবস্থা করলে গরু চুরির হার কমে আসবে। পুলিশতো রাত্রিযাপন করে আপনার বাড়ি পাহারা দিবে না। তিনি আরো বলেন, কিছুদিন আগে ধানকুনিয়া হাওরে একটি ডাকাতির ঘটনায় একাধিক বার অভিযান চালিয়ে ১৭ জন ডাকাতকে গ্রেপ্তার করা হয়েছে।
সেলবরষ ইউপি চেয়ারম্যান গোলাম ফরিদ খোকা বলেন, মির্জাপুর গ্রামের মাদক বিক্রেতা মিল্টনের বিরুদ্ধে থানায় ১৫ থেকে ১৭টি মামলা থাকার পরও সে পুলিশের ধরাছোঁয়ার বাহিরে। এ নিয়ে সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ রয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার শীতেশ চন্দ্র সরকারের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামীম আহমেদ বিলকিসসহ প্রমুখ।