নগরীতে নিষিদ্ধ পলিথিন ব্যাগ বিক্রির দায়ে ২ লাখ ৯০ হাজার টাকা জরিমানা

নগরীতে নিষিদ্ধ পলিথিন ব্যাগ বিক্রির দায়ে ২ লাখ ৯০ হাজার টাকা জরিমানা

স্টাফ রিপোর্টার : নগরীতে নিষিদ্ধ পলিথিন ব্যাগ বিক্রি ও সংরক্ষণ করার অভিযোগে পাঁচ ব্যবসা প্রতিষ্ঠানকে ২ লাখ ৯০ হাজার টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর সিলেটের ভ্রাম্যমাণ আদালত। এসময় প্রায় দুই মেট্রিক টন নিষিদ্ধ পলিথিন জব্দ করা হয়। মঙ্গলবার এ অভিযান পরিচালিত হয়েছে। ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকারী পরিবেশ অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরিচালক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ এমরান হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

সংশ্লিষ্টরা জানান, গতকাল মঙ্গলবার বেলা ১১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত নগরীর বন্দরবাজারের মহাজনপট্টি এলাকায় এ অভিযান পরিচালিত হয়। ভ্রাম্যমাণ আদালতের অভিযানে কাস্টঘর রোডের মহাজনপট্টি এলাকার নাজিম স্টোরকে ৮০ হাজার টাকা, মসজিদ গলির আব্দুর রউফ অ্যান্ড সন্সকে ৮০ হাজার টাকা, লাভলী অ্যান্ড তামিম স্টোরকে ৬০ হাজার টাকা, মেসার্স ভাই ভাই স্টোরকে ৫০ হাজার টাকা এবং তওয়াক্কুলিয়া স্টোরকে ২০ হাজার টাকাসহ মোট পাঁচটি দোকানকে নিষিদ্ধ ঘোষিত পলিথিন শপিং ব্যাগ মজুদ ও বিক্রির অপরাধে ২ লাখ ৯০ হাজার টাকা জরিমানা করা হয়। সেই সাথে প্রায় দুই মেট্রিক টন নিষিদ্ধ পলিথিন জব্দ করা হয়েছে।