নগরীতে ১৮ জুলাই থেকে নির্ধারিত ৩টি স্থানে বসবে পুশর হাট

নগরীতে ১৮ জুলাই থেকে নির্ধারিত ৩টি স্থানে বসবে পুশর হাট

রয়েল ভিউ ডেস্ক :
পবিত্র ঈদুল আযহা উপলক্ষে সিলেট মহানগরীতে বসছে তিনটি পশুর হাট। দক্ষিণ সুরমার পারাইরচক ট্রাক টার্মিনাল, নগরীর মাছিমপুর এলাকার কয়েদির মাঠ ও শাহী ঈদগাহ এলাকার কালাপাথর মাঠে বসবে এ তিনটি পশুর হাট। সিলেট জেলা প্রশাসন থেকে এ তিনটি হাটের অনুমতি দেয়া হয়েছে বলে জানা গেছে। 

এদিকে, পশুর হাটের অনুমতি লাভের পর এ বিষয়ে বুধবারই টেন্ডার (দরপত্র) আহŸান করেছে সিলেট সিটি কর্পোরেশন (সিসিক)। স্থানীয় পত্রিকায় বৃহস্পতিবার প্রকাশিত হবে দরপত্র। দরপত্র অনুযায়ী, বৃহস্পতিবারই টেন্ডার ড্রপের শেষ দিন। সকল প্রক্রিয়া শেষ হতে ২-৩ দিন লাগবে। ১৮ জুলাই থেকে নির্ধারিত ৩টি স্থানে বসবে পুশর হাট। ঈদের দিন পর্যন্ত চলবে পশুর হাট। 

এদিকে, পশুর হাট স্থাপনের বিষয়ে সরকারের পক্ষ থেকে ১২ দফা নির্দেশনা দেয়া হয়েছে।