নজরে দেখে নিন টি-টোয়েন্টি বিশ্বকাপের ১৬টি দল

নজরে দেখে নিন টি-টোয়েন্টি বিশ্বকাপের ১৬টি দল

রয়েল ভিউ ডেস্ক:
সুপার টুয়েলভে আগেই নিশ্চিত ছিল আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের ৮টি দল। গত ফেব্রুয়ারিতে কোয়ালিফায়ার জিতে প্রথম পর্বের দুটি স্থান নিশ্চিত করেছে সংযুক্ত আরব আমিরাত ও আয়ারল্যান্ড। বাকি ছিল প্রথম পর্বের শেষ দুটি দল। এবার কোয়ালিফায়ারে ফাইনালে পৌঁছে ওই দুটি স্থান নিশ্চিত করেছে জিম্বাবুয়ে-নেদার‌ল্যান্ডসও।

দুই দলের মধ্যে জিম্বাবুয়ে বিশ্বকাপের কোনও আসরে ফিরলো ২০১৬ সালের পর। বুলাওয়েতে অনুষ্ঠিত বাছাইয়ের সেমিফাইনালে পাপুয়া নিউ গিনিকে শুরুতে ৫ উইকেটে ১৯৯ রানের লক্ষ্য দেয় স্বাগতিকরা। তার পর পাপুয়া নিউ গিনিকে ৮ উইকেটে রুখে দেয় ১৭২ রানে। তাতে ২৭ রানে জিতে অস্ট্রেলিয়ার টিকিট নিশ্চিত করেছে জিম্বাবুয়ে।  

জিম্বাবুয়েতে অনুষ্ঠিত অপর সেমিফাইনালে যুক্তরাষ্ট্র প্রথমবার বিশ্বকাপ খেলার স্বপ্নে বিভোর ছিল। শুরুতে ১৯.৪ ওভারে ১৩৮ রানের পুঁজি গড়ে তারা। জবাবে ডাচরা ৩ উইকেটে ৬ বল হাতে রেখেই ফাইনাল নিশ্চিত করেছে।

এখন শেষ দুটি দল নিশ্চিত হওয়ায় ১৬ অক্টোবর অস্ট্রেলিয়ায় অনুষ্ঠেয় টি-টোয়েন্টি বিশ্বকাপের রূপরেখা দাঁড়াচ্ছে নিম্নরুপ-

*এদের মধ্যে ৮টি দল সরাসরি সুপার টুয়েলভে জায়গা করে নিয়েছে। দলগুলো- অস্ট্রেলিয়া, বাংলাদেশ, আফগানিস্তান, ইংল্যান্ড, ভারত, নিউজিল্যান্ড, পাকিস্তান ও দক্ষিণ আফ্রিকা। বাকি ৮টি দল ‘এ’ ও ‘বি’ গ্রুপে ভাগ হয়ে প্রথম পর্বে খেলবে। পরে এই গ্রুপগুলো থেকে শীর্ষ দুটি দল অংশ নেবে সুপার টুয়েলভে।