নদীভাঙনের কবল থেকে পীরপুর  গ্রামকে রক্ষা করতে হবে ॥ বাসদ

নদীভাঙনের কবল থেকে পীরপুর  গ্রামকে রক্ষা করতে হবে ॥ বাসদ

সুরমা নদীর ভাঙনে সিলেট সদর উপজেলার সিসিকের ৩৯ নম্বর ওয়ার্ড টুকেরবাজার ইউনিয়নের পীরপুর গ্রাম রক্ষার আহ্বান জানিয়েছেন বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ সিলেট জেলা শাখার নেতৃবৃন্দ। গতকাল সোমবার সকালে বাসদ সিলেট জেলা শাখার পক্ষ থেকে ভাঙন কবলিত পীরপুর গ্রাম পরিদর্শন ও এলাকাবাসীর সাথে মতবিনিময়কালে নেতৃবৃন্দ এ আহবান জানান।

বাসদ সিলেট জেলা শাখার পক্ষ থেকে এসময় উপস্থিত ছিলেন জেলা শাখার সমন্বয়ক আবু জাফর, জেলা সদস্য প্রণব জ্যোতি পাল, চালক সংগ্রাম পরিষদ এর সাধারণ সম্পাদক মনজুর আহমদ, শ্রমিক ফ্রন্ট নেতা বেলাল হোসেন, হারুন মিয়া, আনোয়ার হোসেন, নুরুল ইসলাম, কুটি মিয়া প্রমুখ। এলাকাবাসীর মধ্যে উপস্থিত ছিলেন স্থানীয় ইউনিয়ন সদস্য এনামুল হোসেন, মোঃ সিরাজুল হক, হাজী মোক্তার আহমদ, আলী হোসেন, আব্দুস সোবহান, আহসান উল্লাহ, জাবেদ আহমদ, মতিউর রহমান, আবুল খায়ের, আবুল কালাম, সাব্বির আহমদ, আবুল আসাদ,আবু বাসার প্রমুখ।
এসময় বাসদ জেলা সমন্বয়ক আবু জাফর বলেন, সুরমা নদীর ভাঙনে টুকেরবাজার এলাকার পীরপুর গ্রাম ক্ষতিগ্রস্ত হলেও রক্ষার জন্য অতীতে তেমন কোন কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হয়নি। ইতোমধ্যে শিক্ষাপ্রতিষ্ঠান, ধর্মীয় প্রতিষ্ঠান, বাজারসহ শতাধিক বসতভিটা নদীতে বিলীন হয়ে গেছে। কয়েকশ’ পরিবার নদীভাঙনে হুমকির মধ্যে আছে। অবিলম্বে পীরপুর গ্রামকে নদীভাঙন থেকে রক্ষার জন্য কার্যকর পদক্ষেপ গ্রহণ করা এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে যথাযথভাবে পুনর্বাসনের জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান তিনি।-বিজ্ঞপ্তি