নদীর নামেই 'পদ্মা সেতু' নামকরণ করে প্রজ্ঞাপন জারি

নদীর নামেই 'পদ্মা সেতু' নামকরণ করে প্রজ্ঞাপন জারি

রয়েল ভিউ ডেস্ক:
পদ্মা নদীর না‌মেই সেতুর নামকরণ চূড়ান্ত করে প্রজ্ঞাপন জা‌রি করেছে সরকার। পদ্মা নদীর উপর নির্মিত এই সেতুর নাম ‘পদ্মা সেতু’ চূড়ান্ত করে রোববার প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

রাষ্ট্রপতির আদেশক্রমে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সেতু বিভাগের উন্নয়ন অধিশাখার উপসচিব মো. আবুল হাসান স্বাক্ষরিত এ প্রজ্ঞাপন জারি করা হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, সেতু বিভাগের অধীন বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ কর্তৃক বাস্তবায়নাধীন ‘পদ্মা বুহুমুখী সেতু নির্মাণ প্রকল্প’র আওতায় মুন্সীগঞ্জ জেলার মাওয়া এবং শরীয়তপুর জেলার জাজিরা প্রান্ত সংযোগকারী পদ্মা নদীর ওপর নির্মিত সেতুটি সরকার ‘পদ্মা সেতু’ নামে নামকরণ করা হলো।

জনস্বার্থে এই আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।

৩০ হাজার ১৯৩ কোটি টাকা ব্যয়ে নির্মাধীন ছয় দশমিক ১৫ কিলোমিটার পদ্মা সেতু আগামী ২৫ জুন উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে পদ্মা সেতুর নামকরণ করতে তিন দফা প্রস্তাব করেছিল সেতু বিভাগ। গত ২৪ মে সর্বশেষ এই প্রস্তাব করা হয়েছিল। তবে সেতু বিভাগের এ প্রস্তাবে সায় দেননি প্রধানমন্ত্রী। তাই নদীর নামেই থাকছে স্বপ্নের পদ্মা সেতুর নাম।