কেমুসাস’র ১১৪৮তম সাহিত্য আসরে সেলিম আউয়াল

নিষ্ঠা ও নিরন্তর চর্চা সফল  সাহিত্য রচনার প্রধান শর্ত

নিষ্ঠা ও নিরন্তর চর্চা সফল  সাহিত্য রচনার প্রধান শর্ত

কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের কার্যকরী পরিষদ সদস্য, বিশিষ্ট গল্পকার ও সাংবাদিক সেলিম আউয়াল বলেছেন, নিষ্ঠা ও নিরন্তর চর্চা সফল সাহিত্য রচনার প্রধান শর্ত। একই সঙ্গে অধ্যয়ন অপরিহার্য। আমাদের অনেক প্রখ্যাত লেখক প্রাতিষ্ঠানিক শিক্ষায় খুব বেশি শিক্ষিত না হলেও তাদের সাহিত্যপাঠে তাদের অধ্যয়নের পরিচয় মেলে। 

বৃহস্পতিবার কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদে ১১৪৮তম নিয়মিত সাপ্তাহিক সাহিত্য আসরে প্রধান আলোচকের বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, লেখকদের নিয়মিত লেখা ও অধ্যয়ন সমান্তরাল গতিতে চালাতে হবে এবং একজন লেখক হবেন নিজের লেখার পরিশ্রমী সম্পাদক।

কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের সাহিত্য ও গবেষণা সম্পাদক মাহবুব মুহম্মদের সভাপতিত্বে ও মাজহারুল ইসলাম মেননের পরিচালনায় আসরে লেখাপাঠের উপর আলোচনা করেন কবি হুসাইন ফাহিম। বিশেষ অতিথি ছিলেন কেমুসাসের সাবেক কার্যকরী পরিষদ সদস্য বেলাল আহমদ চৌধুরী। 
আসরে স্বরচিত লেখাপাঠ করেন এডভোকেট এম এ মতিন, ছয়ফুল আলম পারুল, শামসীর হারুন রশীদ, পারভেজ হুসেন তালুকদার, সামিয়া আফরিন, সিরাজুল হক, আহসান হাবিব রাফাত, লুৎফা আহমদ লিলি, আতাউল রহমান বঙ্গী, মোবারক হুসেন।
আসরে গান পরিবেশন করেন আব্দুল আজিজ চৌধুরী, শাহিনা জালালি, কুবাদ বখত চৌধুরী রুবেল, সাজিদুর রহমান, মো. সরফুদ্দিন, লুবাদা চৌধুরী, বাহার উদ্দিন বাহার। আসরের শুরুতে পবিত্র কোরআন তিলাওয়াত করেন আহসান হাবিব রাহাত।-বিজ্ঞপ্তি