প্রতিবেশী সিরিয়া থেকেও ইসরাইলের ভূখণ্ডে হামলা 

প্রতিবেশী সিরিয়া থেকেও ইসরাইলের ভূখণ্ডে হামলা 

রয়েল ভিউ ডেস্ক: হামাসের সঙ্গে চলমান যুদ্ধের সমর্থনে ইসরাইলের উত্তরাঞ্চলীয় প্রতিবেশী সিরিয়া থেকেও ইসরাইলের ভূখণ্ডে হামলা হয়েছে।  সিরিয়া থেকে ছোড়া গোলার জবাবে ইসরাইলের সামরিক বাহিনীর সদস্যরা সিরিয়ার সীমান্তের ভেতরে কামান ও মর্টারের গোলা নিক্ষেপ করেছে। সিরিয়া থেকে ছোড়া গোলা ইসরাইলি ভূখণ্ডের উন্মুক্ত স্থানে আঘাত হানার তথ্য স্বীকার করেছে ইসরাইলের সেনাবাহিনী। 

ইসরাইলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) এক বিবৃতিতে বলেছে, উত্তরাঞ্চলীয় প্রতিবেশী সিরিয়া থেকে ছোড়া কামানের গোলা ইসরাইলি ভূখণ্ডে আঘাত হেনেছে। এর জবাবে সামরিক বাহিনী সিরিয়ার ভূখণ্ড লক্ষ্য করে পাল্টা কামান ও মর্টারের গোলা নিক্ষেপ করা হয়েছে।

এদিকে, সিরিয়ার একটি সূত্র বলেছে, ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠীগুলোর একটি শাখা ইসরাইলে অন্তত তিনটি রকেট নিক্ষেপ করেছে।

হামাসের সঙ্গে ইসরাইলের চলমান যুদ্ধের মাঝে দুই প্রতিবেশী লেবানন ও সিরিয়া থেকে ইসরাইলি ভূখণ্ডে এ  ধরনের হামলায় পশ্চিম এশিয়ায় যুদ্ধ ছড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে। গত শনিবার হামাসের হামলা শুরুর পর থেকেই ইসরাইলে অনুপ্রবেশের চেষ্টা করেছে লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর সদস্যরা।

মঙ্গলবার সীমান্ত পেরিয়ে ইসরাইলে অনুপ্রবেশের চেষ্টার সময় ইসরাইলি সেনাদের সঙ্গে হিজবুল্লাহর প্রচণ্ড সংঘর্ষ হয়েছে। এ সময় হিজবুল্লাহর তিন সদস্য ও ইসরাইলি সামরিক বাহিনীর এক ডেপুটি কমান্ডার নিহত হন। এছাড়া হিজবুল্লাহ-ইসরাইল সংঘাতে আরো দুই বেসামরিকের প্রাণহানি ঘটেছে বলে জানিয়েছে লেবানন।