প্রধানমন্ত্রী নারী উদ্যোক্তাদের  জন্য কাজ করে যাচ্ছেন ---মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী

প্রধানমন্ত্রী নারী উদ্যোক্তাদের  জন্য কাজ করে যাচ্ছেন ---মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী

সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী বলেছেন, নারীদের উন্নয়নে সকলকে এক সাথে মিলেমিশে কাজ করতে হবে। প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা নারী উদ্যোক্তাদের জন্য কাজ করে যাচ্ছেন। বিভিন্ন ধরনের প্রকল্পের মাধ্যমে তাদের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন তিনি। 

নারী-পুরুষের সমান অংশগ্রহণ ছাড়া দেশের উন্নয়ন সম্ভব নয়। আর দেশের উন্নয়ন নিশ্চিত করতে নারীর মর্যাদা ও ক্ষমতায়নে অগ্রগামী শেখ হাসিনার সরকার। সরকারের কার্যকরী বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করার ফলে অগ্রগামী অবস্থানে অবস্থান করছেন নারীরা। প্রশিক্ষণের সুযোগ করে দেওয়ার ফলে নারীরা ছেলেদের সাথে সমান্তরালে অনলাইন মার্কেট প্লেসে কাজ করে অর্থ উপার্জন করছেন। দেশের অর্থনৈতিক বুনিয়াদকে সুসংহত করছেন। এখন আর পুঠিয়ার মহিমার মত কোনো নারীকে দুর্ভাগ্য বরণ করতে হয় না। বঙ্গবন্ধুর অসমাপ্ত স্বপ্ন পূরণে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন জননেত্রী শেখ হাসিনা। দেশের উন্নয়নে পুরুষের পাশাপাশি নারীদের অংশগ্রহণ আছে বলেই দেশ এগিয়ে যাচ্ছে দূর্বার গতিতে। এ ধরনের আয়োজন নারীদেরকে আরও এগিয়ে নিয়ে যাবে। 

গত বৃহস্পতিবার রাতে নাফিস শামস তিয়াস ও নাজিয়া চৌধুরীর আয়োজনে নগরীর পাঠাটুলাস্থ খান প্যালেস কনভেশন হলে তিনদিনব্যাপী সিলেট উইন্টার ফ্যাস্টিভালের উদ্বোধনী দিনে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন তিনি। 
অনুষ্ঠানে তিনি সিলেট উইন্টার ফ্যাস্টিভাল আয়োজক কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান। পাশাপাশি এ ধরনের আয়োজন সবসময় অব্যাহত রাখার আহ্বান জানান এবং সিসিকের পক্ষ থেকে সব ধরনের সুযোগ-সুবিধা দেয়ারও আশ্বাস প্রদান করেন মেয়র।-বিজ্ঞপ্তি