প্রধানমন্ত্রীর সাথে সৌজন্য সাক্ষাৎ আনোয়ারুজ্জামান চৌধুরীর

প্রধানমন্ত্রীর সাথে সৌজন্য সাক্ষাৎ আনোয়ারুজ্জামান চৌধুরীর

স্টাফ রিপোর্টার : আসন্ন সিলেট সিটি কর্পোরেশন (সিসিক) নির্বাচনে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতার জন্য ‘সবুজ সংকেত’ পেয়েছেন বলে জানিয়েছেন যুক্তরাজ্য আওয়ামী লীগের  যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ারুজ্জামান চৌধুরী। গণমাধ্যমের সাথে আলাপকালে তিনি বলেন, দলীয় সিগন্যাল পেয়ে এরই মধ্যে তিনি মাঠে কাজ শুরু করে দিয়েছেন। 

বৃহস্পতিবার রাতে প্রধানমন্ত্রী ও দলীয় সভানেত্রী শেখ হাসিনার সাথে সৌজন্য সাক্ষাৎ করেন আনোয়ারুজ্জামান চৌধুরী। এ সময় তিনি প্রধানমন্ত্রীকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান। প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাতশেষে তিনি জানান, ‘সিলেটে কাজ করতে বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার দোয়া নিয়েছি। সিলেটের মানুষের জন্য কাজ করতে চাই।’ প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাতের পর একই দিন বিকালে তিনি দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সঙ্গেও দেখা করেন। এ ছাড়া কেন্দ্রীয় কয়েকজন নেতার সঙ্গেও দেখা করেন তিনি। তাদেরও দোয়া নেন। সিসিক নির্বাচনকে ঘিরে সিলেটে এখন সবচাইতে বেশী আলোচনায় আনোয়ারুজ্জামান চৌধুরী। 
এদিকে, সিসিক নির্বাচনের অংশ হিসেবে আনোয়ারুজ্জামান চৌধুরী সিলেটের দলীয় নেতাদের ঘরে ঘরে গিয়ে শুভেচ্ছা বিনিময় শুরু করেছেন। এরই মধ্যে তিনি সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ, জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শফিকুর রহমান চৌধুরী, সাধারণ সম্পাদক এডভোকেট নাসির উদ্দিন খান, মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি আসাদ উদ্দিন, সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন, সিটি কাউন্সিলর আজাদুর রহমান আজাদ এবং সিসিকের সাবেক মেয়র মরহুম বদর উদ্দিন আহমদ কামরানের পুত্র ডা. আরমান আহমদ শিপলুসহ অন্যান্য আওয়ামী লীগ নেতাদের সাথে সাক্ষাৎ করেন। সাক্ষাতকালে তিনি দলীয় নেতৃবৃন্দের কাছে আসন্ন সিসিক নির্বাচনে সহযোগিতা কামনা করেন। এছাড়া, রোববার সন্ধ্যায় তিনি সিলেট পৌরসভার সাবেক চেয়ারম্যান বাবরুল হোসেন বাবুলের সাথেও সৌজন্য সাক্ষাৎ করেন।
এর আগে গত শুক্রবার সকালে আনোয়ারুজ্জামান চৌধুরী টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মাজারে শ্রদ্ধা নিবেদন, জিয়ারত ও ফাতেহা পাঠ করেন।
এ সময় তিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মার মাগফেরাত কামনার পাশাপাশি প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন।