পরিবেশের ভারসাম্য রক্ষায় বেশি  করে গাছ লাগানোর আহবান

পরিবেশের ভারসাম্য রক্ষায় বেশি  করে গাছ লাগানোর আহবান

কানাইঘাট চতুল ইউনিয়নে দলকিরাই সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে দলকিরাই গ্রামে সম্প্রতি বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে। রাস্তায় গাছের চারা রোপণের মাধ্যমে প্রধান অতিথি হিসেবে এ কর্মসূচির উদ্বোধন করেন সিলেট জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক আলহাজ্ব মস্তাক আহমদ পলাশ। 
বিশেষ অতিথি হিসেবে ছিলেন ইউপি সদস্য আব্দুল কাদির. বিশিষ্ট শিক্ষানুরাগী ফয়জুল্লাহ। 
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বড়চতুল ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুরুল আম্বিয়া, সংস্থার নেতৃবৃন্দসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

প্রধান অতিথির বক্তব্যে সিলেট জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান মস্তাক আহমদ পলাশ বলেন,  পরিবেশের ভারসাম্য বজায় রাখতে গাছের ভূমিকা অপরিসীম। গাছ থেকে আমরা অক্সিজেন গ্রহণ করি। বর্তমানে দেশে গাছপালা কমে যাওয়ার কারণে তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে। তাই পরিবেশের ভারসাম্য রক্ষায় বেশি করে গাছ লাগাতে হবে। তাতে নিজেরা যেমন উপকৃত হব, তেমনি প্রাকৃতিক সৌন্দর্য বৃদ্ধি পাবে।-বিজ্ঞপ্তি