মানুষের কল্যাণে নিজেদেরকে  নিয়োজিত করতে হবে

মানুষের কল্যাণে নিজেদেরকে  নিয়োজিত করতে হবে

কোরবানির মহান ত্যাগের চেতনায় উদ্বুদ্ধ হয়ে মানুষের কল্যাণে আমাদের নিজেদেরকে নিয়োজিত করতে হবে। তাহলেই আমরা শান্তিময় জীবন-সমাজ নিশ্চিত করতে পারবো। 

সাইক্লোন, সিলেট এর  ঈদ পুনর্মিলনীতে ও ২৪৬ তম সাহিত্য আসরে বক্তারা একথা বলেন। সাইক্লোন কেন্দ্রীয় সংসদের সভাপতি ও বাংলাদেশ ব্যাংকের ডিজিএম জাবেদ আহমদের সভাপতিত্বে গত সোমবার সন্ধ্যায় জিন্দাবাজারস্থ সিলেট এক্সপ্রেস মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে সম্মানিত অতিথির বক্তব্য রাখেন মহান মুক্তিযুদ্ধে রাণীগঞ্জ গণহত্যায় শহীদের সন্তান যুক্তরাজ্য প্রবাসী লেখক ও লন্ডন বাংলা প্রেসক্লাবের সদস্য মোঃ আকবর হোসেন। আলোচনায় অংশ নেন সাইক্লোনের সাবেক সভাপতি সাংবাদিক ও গল্পকার সেলিম আউয়াল, স্বাধীনতাত্তোর অবিভক্ত সিলেট জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক, মদন মোহন কলেজ ছাত্র সংসদের বার্ষিকী সম্পাদক অবসরপ্রাপ্ত সরকারি

কর্মকর্তা লেখক বেলাল আহমদ চৌধুরী, কবি ও রাজনীতিবিদ সালেহ আহমদ খসরু, সাইক্লোনের সাবেক সভাপতি ভ্রমণ কাহিনী লেখক মোয়াজ আফসার, সাইক্লোনের সাধারণ সম্পাদক ছড়াকার এডভোকেট আব্দুস সাদেক লিপন। সাইক্লোনের নির্বাহী সদস্য সাংবাদিক ও গল্পকার তাসলিমা খানম বীথির পরিচালনায় সভায় বক্তব্য রাখেন ও লেখা পাঠ করেন বাংলাদেশ ব্যাংকের জয়েন্ট ডাইরেক্টর মোহাম্মদ আলী আকতার, সাংবাদিক আব্দুল বাতিন ফয়সল, এডভোকেট এন,এ, আশালতা,  এডভোকেট আব্দুল মুহিত, কবি প্রকৌশলী ইফতেখার শামীম, ছড়াকার মাজহারুল ইসলাম মেনন, আবৃত্তিকার  নাইমুল ইসলাম গুলজার। পবিত্র কোরআন তেলাওয়াত করেন আফজল আহমদ। অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন শিল্পী বিমান বিহারী দাস।-বিজ্ঞপ্তি