প্রবাসীরা রেমিটেন্সের মাধ্যমে দেশের  অর্থনীতির চাকা সচল রেখেছেন 

প্রবাসীরা রেমিটেন্সের মাধ্যমে দেশের  অর্থনীতির চাকা সচল রেখেছেন 

ডাক ডেস্ক: সিলেট সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আলহাজ¦ আশফাক আহমদ বলেছেন, রেমিটেন্সের মাধ্যমে দেশের অর্থনীতির চাকা সচল রেখেছেন প্রবাসীরা। তারা নিজেদের মেধা ও শ্রমের মাধ্যমে যে উপার্জন করেন সে উপার্জনের টাকা শুধু পরিবার-পরিজনদের জন্যই নয় তা দেশবাসীর বিভিন্ন উন্নয়ন কর্মকান্ডে গুরুত্বপূর্ণ অবদান রাখছে। প্রবাসীরা আমাদের যা দিয়ে যাচ্ছেন সে তুলনায় আমরা তাদেরকে কিছুই দিতে পারছি না। যদি সম্মাননা অনুষ্ঠানের আয়োজন করে তাদেরকে সম্মানিত করা যায় তাহলে হয়তো কিছুটা হলেও তাদের ঋণ শোধ করা যাবে। 

গত বুধবার রাতে সিলেট নগরীর আম্বরখানাস্থ একটি অভিজাত হোটেলের কনফারেন্স হলে আম্বরখানা ইতি টেলিকমের সার্বিক সহযোগিতায় সিলেট সদর উপজেলার  মোগলগাঁও ইউনিয়নের লালারগাঁও জুনেদ স্পোর্টিং ক্লাবের উদ্যোগে সৌদি প্রবাসীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। 

বিশ্বনাথের খাজাঞ্চি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আরশ আলী গণির সভাপতিত্বে ও মেসার্স জুনেদ এন্টারপ্রাইজের প্রোপ্রাইটর জুনেদ আহমদ ও বিশিষ্ট রোটারিয়ান তোফায়েল আহমদের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট মহানগর আওয়ামী লীগের ১ম যুগ্ম সাধারণ সম্পাদক এ.টি.এম.এ হাসান জেবুল, সিলেট মহানগর ছাত্রলীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি জিয়াউল হক জিয়া, সাবেক সভাপতি আব্দুল বাসিত রোম্মান, সমাজসেবক ও কমিউনিটি নেতা এখলাছুর রহমান, সদর উপজেলা আওয়ামী লীগের সাবেক আইন বিষয়ক সম্পাদক আব্দুল আজিজ, বিশিষ্ট ব্যবসায়ী হাজী মনির উদ্দিন। 

সংবর্ধিত অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন- সৌদি আরব, জেদ্দা বৃহত্তর আওয়ামী পরিবারের সহ-সভাপতি ও বঙ্গবন্ধু স্মৃতি সংসদ জেদ্দা মহানগরের সহ-সভাপতি ফখরুল ইসলাম মুন্সি, সৌদি আরব, জেদ্দা বৃহত্তর আওয়ামী পরিবারের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ জিতু আহমেদ, সৌদি আরব প্রবাসী সুহেল আহমদ, সৌদি আরব প্রবাসী খালেদ আহমদ, সৌদি আরব, জেদ্দা মুছনা বাজার কুতুব টেইলার্সের প্রোপ্রাইটর সেলিম আহমদ, সৌদি আরব প্রবাসী জামাল আহমদ।