প্রযুক্তি খাতে গবেষণা বাড়াতে প্রধানমন্ত্রীর তাগিদ

প্রযুক্তি খাতে গবেষণা বাড়াতে প্রধানমন্ত্রীর তাগিদ

রয়েল ভিউ ডেস্ক:
প্রযুক্তি খাতে আরও গবেষণার তাগিদ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বলেছেন, প্রযুক্তির উৎকর্ষতা প্রতিনিয়ত বাড়তে থাকবে, এজন্য গবেষণার ওপরও আমাদের আরো গুরুত্ব দিতে হবে। আমাদের গবেষণা সবসময় দরকার। গবেষণা করতে হবে।

বৃহস্পতিবার (৭ এপ্রিল) গণভবনে ‘ডিজিটাল বাংলাদেশ টাস্কফোর্স’ এর তৃতীয় সভায় এসব কথা বলেন তিনি। গবেষণার পাশাপাশি নিরাপত্তার দিকটিও দেখার তাগিদ দিয়েছেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, ডিজিটাল নিরাপত্তা নিয়ে নতুনভাবে চিন্তা করতে হবে। প্রযুক্তি আমাদের যেমন সুযোগ সৃষ্টি করে দেয়, অনেক সময় সমস্যাও সৃষ্টি করতে পারে। সেদিক থেকে নিরাপত্তার দিকটা আমাদের আরও নতুনভাবে চিন্তা করতে হবে। এক্ষেত্রে খুব বেশি নজর দিতে হবে এখন।

এর আগে এদিন স্কাউটসের ৫০ বছর পূর্তি উপলক্ষ্যে স্মারক ডাক টিকিট, খাম, ডেটা কার্ড ও বিশেষ সিলমোহর অবমুক্ত করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় গণভবনে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংশ্লিষ্টরা। পরে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ডিজিটাল বাংলাদেশ টাস্কফোর্সের তৃতীয় সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রযুক্তি খাতের সম্ভাবনাগুলোকে কাজে লাগানোর পরামর্শ দেন শেখ হাসিনা। ডিজিটাল বাংলাদেশের সুফল সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে সরকার কাজ করছে বলেও উল্লেখ করেন তিনি।