পশ্চিমা অস্ত্র বোঝাই লজিস্টিক সেন্টারে রাশিয়ার ড্রোন-মিসাইল হামলা

পশ্চিমা অস্ত্র বোঝাই লজিস্টিক সেন্টারে রাশিয়ার ড্রোন-মিসাইল হামলা

রয়েল ভিউ ডেস্ক :
ইউক্রেনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় বন্দর শহর ওডেসার কাছে একটি একটি সামরিক বিমানঘাঁটিতে অবস্থিত লজিস্টিক সেন্টারে রুশ সেনারা হামলা চালিয়েছে বলে দাবি করেছে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

ওই লজিস্টিক সেন্টারে ইউক্রেনকে দেওয়া পশ্চিমা অস্ত্রশস্ত্র ছিল বলে জানিয়েছে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়।

রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, ড্রোনের পাশাপাশি মিসাইল হামলা চালিয়ে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় দেশগুলো থেকে পাওয়া অস্ত্র ও গোলাবারুদ ধ্বংস করে দেওয়া হয়েছে।

এদিকে,ইউক্রেন যুদ্ধে ব্যাপক ক্ষয়ক্ষতির শিকার রুশ সেনাবাহিনী ‘উল্লেখযোগ্যভাবে দুর্বল হয়ে পড়েছে’ বলে ব্রিটিশ সেনাবাহিনী এক টুইটার বার্তায় জানিয়েছে। 

টুইটার বার্তায় ব্রিটিশ পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ইউক্রেন আক্রমণের ফলে রাশিয়ার সামরিক বাহিনী এখন উল্লেখযোগ্যভাবে দুর্বল হয়ে পড়েছে।নিষেধাজ্ঞার কারণে এই পরিস্থিতি থেকে উত্তরণ কঠিন হয়ে যাবে। রাশিয়ার প্রচলিত সামরিক বাহিনী মোতায়েনের ক্ষেত্রে এই ঘটনা দীর্ঘস্থায়ী প্রভাব ফেলবে।