সারাদেশে বৃষ্টি ও কালবৈশাখী ঝড়ে ঈদ আনন্দে ভাটা

সারাদেশে বৃষ্টি ও কালবৈশাখী ঝড়ে ঈদ আনন্দে ভাটা

রয়েল ভিউ ডেস্ক :

ঈদুল ফিতরের উৎসবে হঠাৎ ভাটা পড়েছে দেশজুড়ে। রাজধানীসহ দেশের বিভিন্ন জেলায় ঈদের দিন সকাল থেকেই বৃষ্টি শুরু হয়। এছাড়াও কিছু কিছু এলাকায় দেখা গেছে কালবৈশাখীও। গতকাল আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসও ছিল বৃষ্টি এবং ঝড়ো বৃষ্টির। 

বৃষ্টি ও ঝড়ের কবলে পড়ায় কোথাও কোথাও ঈদগাহে ঈদের জামাত অনুষ্টিত হতে পারেনি। তবে সেখানে মসজিদে মসজিদে ঈদ জামাত অনুষ্ঠিত হয়। আবার কোথাও কোথাও বৃষ্টি উপেক্ষা করেই ঈদের জামাত অনুষ্ঠিত করেছেন কেউ কেউ।

জানা যায়, রংপুর, রাজশাহী, ঢাকা, খুলনা ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং বরিশাল চট্টগ্রাম বিভাগের কিছু কিছু এলাকায় অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়ার সঙ্গে বিজলী চমকানোসহ বৃষ্টি বা বজ্র বৃষ্টি হচ্ছে।  এর ফলে সকালের প্রথম ঈদের জামাতে সমস্যা না হলেও পরে আর ঈদগাহে নামাজ পড়তে পারেননি মুসুল্লিরা। 

হঠাৎ এই বৃষ্টিতে শিশু-কিশোরদের স্বাভাবিক ঈদ আনন্দে ভাটা পড়েছে। ঘোরাঘুরি বন্ধ করে সবাই নিজ নিজ বাড়িতেই অবস্থান করছেন। একে-অপরের সাথে সাক্ষাৎ করার সুযোগ থেকেও বঞ্চিত হয়েছেন তরুণ-তরুণীরা।

এদিকে আবহাওয়া অধিদফতর জানিয়েছে, লঘুচাপের বর্ধিতাংশ বাংলাদেশ এলাকার অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।