ফেনসিডিল নিয়ে হাইকোর্টের রায় আপিল বিভাগে বাতিল

ফেনসিডিল নিয়ে হাইকোর্টের রায় আপিল বিভাগে বাতিল

রয়েল ভিউ ডেস্ক:
ফেনসিডিল বহন করাকে শাস্তিযোগ্য অপরাধ হিসেবে ঘোষণা করেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। ২০০৩ সালে হাইকোর্ট এক রায়ে বলেছিল, ফেনসিডিল বহন ও সঙ্গে রাখা অপরাধ নয়। আপিল বিভাগ আজ হাইকোর্টের সেই রায় বাতিল করেছে।

আজকের রায় সম্পর্কে ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিশ্বজিত দেবনাথ দ্য ডেইলি স্টারকে বলেন, সর্বোচ্চ আদালতের রায়ের ফলে দেশে ফেনসিডিল বহন ও সঙ্গে রাখা অবৈধ হলো।

হাইকোর্টের সেই রায়কে চ্যালেঞ্জ করে রাষ্ট্রপক্ষের আপিলের পরিপ্রেক্ষিতে প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বাধীন আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চ আজ রায় ঘোষণা করেন। তবে পূর্ণাঙ্গ রায় প্রকাশিত না হওয়ায় আদালতের পর্যবেক্ষণ জানা সম্ভব হয়নি।

যশোরের বেনাপোলের বাদল পাল ১৯৯৭ সালে ২৫০ বোতল ফেনসিডিলসহ গ্রেপ্তার হয়েছিলেন। ২০০০ সালে আদালত তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেন। রায়ের বিরুদ্ধে তিনি হাইকোর্টে আপিল করলে ফেনসিডিল বহন ও সঙ্গে রাখা অপরাধ নয় বলে ২০০৩ সালে রায় আসে।

ডেপুটি অ্যাটর্নি জেনারেল বলেন, আপিল বিভাগ রাষ্ট্রপক্ষকে আপিলের অনুমতি দিয়েছেন, যুক্তিতর্ক ও নথিপত্র গ্রহণ করেছেন। আদালত বাদল পালের যাবজ্জীবন সাজা বহাল রেখেছেন।

নথিপত্র ও গবেষণাপত্র উদ্ধৃত করে তিনি বলেন, ফেনসিডিলে মাদকদ্রব্যের উপাদান আছে। এতে আফিম ও গাঁজা থেকে তৈরি কোডিন ফসফেট ও ক্লোরোফেনারমিন থাকে যা মানবদেহের জন্য ক্ষতিকর।