ফিফটির পর সাজঘরে মাহমুদউল্লাহ

ফিফটির পর সাজঘরে মাহমুদউল্লাহ

রয়েল ভিউ ডেস্ক: ৪১, ৪৬, ১১১, ২০ রানের পর আজ ফিফটি। ৫৬ বলে ৬টি চার আর এক ছক্কায় ফিফটি পুর্ণ করার পর ৭০ বলে ৫৬ রানে ফেরেন মাহমুদউল্লাহ রিয়াদ।

মাহমুদউল্লাহ আউট হওয়ার পর ব্যাটিংয়ে নেমে ৩ বলে এক ছক্কায় ৭ রান করে ফেরেন তাওহিদ হৃদয়। তার বিদায়ের মধ্য দিয়ে ১৪০ রানে ৬ উইকেট হারায় বাংলাদেশ।

মঙ্গলবার কলকাতার ইডেন গার্ডেন্সে ক্রিকেট বিশ্বকাপের ১৩তম আসরের ৩১তম ম্যাচে পাকিস্তানের মুখোমুখি বাংলাদেশ।

টস জিতে ব্যাটিংয়ে নেমেই ৬ রানে ২ উইকেট হারায় বাংলাদেশ। দলীয় ২৩ রানে ৩ উইকেট হারিয়ে চাপের মধ্যে পড়ে যায় টাইগাররা।

দলের এমন কঠিন বিপর্যয়ে হাল ধরেন ওপেনার লিটন কুমার দাস ও মাহমুদউল্লাহ রিয়াদ। চতুর্থ উইকেটে ৮৯ বলে ৭৯ রানের জুটি গড়েন তারা। 

২০.৫ ওভারে দলীয় ১০২ রানে চতুর্থ ব্যাটসম্যান হিসেবে সাজঘরে ফেরেন ওপেনার লিটন দাস। তার আগে ৬৪ বলে ৬টি বাউন্ডারির সাহায্যে ৪৫ রান করে ফেরেন লিটন দাস।

এরপর অধিনায়ক সাকিব আল হাসানের সঙ্গে ৫৯ বলে মাত্র ২৮ রানের জুটি গড়ে ফেরেন মাহমুদউল্লাহ রিয়াদ। সাজঘরে ফেরার আগে ৭০ বলে করেন ৫৬ রান।  

এরিপোর্ট লেখা পর্যন্ত বাংলাদেশ দলের সংগ্রহ ৩৩ ওভারের খেরা শেষে ৬ উইকেট হারিয়ে ১৪৫ রান। ১৮ ও ২ রানে ব্যাট করছেন সাকিব আল হাসান ও মেহেদি হাসান মিরাজ।