বৈকালিক চেম্বারে   রোগীর সাড়া নেই 

 বৈকালিক চেম্বারে   রোগীর সাড়া নেই 

মাধবপুর (হবিগঞ্জ) থেকে নিজস্ব সংবাদদাতা ঃ হবিগঞ্জের মাধবপুর ৫০ শয্যা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গত বৃহস্পতিবার থেকে বৈকালিক চেম্বার চালু হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের পাইলট প্রকল্পের আওতায় বৈকালিক চেম্বারটি চালু হয় এ হাসপাতালে। 

বিকেল ৩টার দিকে স্বাস্থ্যকেন্দ্রে গিয়ে দেখা যায়, চিকিৎসকদের বসার প্রস্তুতি চলছে। উদ্বোধনী দিনে ডাক্তারদের চেম্বারগুলো ছিল একেবারেই ফাঁকা। বিকেল সাড়ে ৪টা পর্যন্ত ৩ জন রোগী চিকিৎসা নিতে এসেছেন। এর মধ্যে দু’জনই শিশু। 
শিশু বিশেষজ্ঞ ডা. রাজীব চক্রবর্তী, ডা. তারেকুজ্জামান ও ডা. রকিবুল ইসলাম তিন জন বৈকালিক চেম্বারে প্রথম দিন বসেন। উপজেলা বুল্লা গ্রামের সুনিয়া আক্তারের ছেলে সায়মন বৈকালিক চেম্বারের প্রথম রোগী। 
শিশু বিশেষজ্ঞ ডা. রাজীব চক্রবর্তী জানান, অপুষ্টি জনিত রোগে আক্রান্ত সায়মন। পেটের পীড়া ও বমিতে ভুগছে। তাই তাকে ভর্তি দিয়েছেন তিনি। ডা. রাজীব প্রাইভেট চেম্বারে রোগী দেখেন ৬শ’ টাকায়  বৈকালিক চেম্বারে তার ভিজিট ৩শ’ টাকা। 

মাধবপুর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. এএইচএম ইশতিয়াক মামুন জানান, স্বাস্থ্য অধিদপ্তরের সিদ্ধান্তে পাইলট প্রকল্পের আওতায় মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে গুরুত্বারোপ করে চিকিৎসকদের বৈকালিক চেম্বার করার নির্দেশ দিয়েছেন। গত বৃহস্পতিবার থেকে এর কার্যক্রম শুরু হলেও তেমন প্রচার হয়নি। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আইডি থেকে এ সংক্রান্ত একটি পোস্ট দেয়া হয়েছে। 
ডা. মামুন আরো জানান, প্রতিদিন পর্যায়ক্রমে বিশেষজ্ঞ ডাক্তারসহ ১০ জন ডাক্তার বৈকালিক চেম্বার করবেন। বৈকালিক চেম্বার সরকারের খুবই ভালো উদ্যোগ। দ্রুততম সময়ের মধ্যে এ স্বাস্থ্য কমপ্লেক্সের শূন্য পদগুলো পূরণ করতে পারলে রোগীদের চিকিৎসার জন্য ঢাকা, সিলেট সহ বিভিন্ন শহরে দৌঁড়াতে হবে না। কম পয়সায় ভালো মানের চিকিৎসা এখানেই পাবে।